নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ কদমতলা কুর্তি দিয়ে আসাম থেকে বহু লোক ত্রিপুরায় আসছে, আবার ত্রিপুরা থেকেও বহু লোক আসামে যাচ্ছে বলে অভিযোগ৷ সোমবার রাতে দুই ব্যক্তিকে আসাম থেকে আসার পর আটক করেছে কুর্তির জনগণ৷ এলাকার লোকজনের অভিযোগ পুলিশকে ম্যানেজ করে এই যাতায়াত চলছে৷ সেই সাথে নেশা সামগ্রীও পাচার হচ্ছে৷
সোমবার রাতে দুই যুবককে আটক করেছে৷ তারা হল মাসুক আহমেদ মজুমদার এবং আলি আহমেদ৷ তাদের বাড়ি করিমগঞ্জে৷ এরপর বিষয়টি জানানো হয় স্থানীয় জনপ্রতিনিধের৷ গ্রামের পঞ্চায়েতের তরফ থেকে বলা হয়েছে এই বিষয়ে পুলিশি হস্তক্ষেপ প্রয়োজন৷ এদিকে, এলাকাবাসীর অভিযোগ পুলিশের মদতেই যাতায়াত হচ্ছে৷
ধৃতরা জানিয়েছেন তারা নাকি স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিনকে জানিয়েই তারা এখানে এসেছে৷ তাহলে প্রশ্ণ হল কেন বিধায়ক বিষয়টি পুলিশকে জানায়নি৷ কখনো বলছে, তারা আগরতলা থেকে কুর্তি এসেছে৷ তাহলে প্রশ্ণ হচ্ছে লকডাউনের মধ্যে আগরতলা থেকে কিভাবে তারা কুর্তিতে এসেছে৷ এই বিষয়টি নিয়ে কুর্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে৷ রীতিমতো উত্তেজনা বিরাজ করছে৷