নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.): ক্রমেই দিল্লিতে করোনা ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার সাংবাদিকদেরও লালারসের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিল কেজরিওয়াল সরকার। মারণ ব্যাধির মুখোমুখি দাঁড়িয়েও যে সকল সাংবাদিকেরা কর্তব্যে অবিচল শুধুমাত্র তাদেরই লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
মুম্বইতে ৫৩ জন সাংবাদিকের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। এরপর গোটা দেশজুড়ে এমন দাবি উঠেছে। এর উত্তরে মঙ্গলবার সকালে নিয়ে নিজের টুইট বার্তায় অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন যে দিল্লিতে সাংবাদিকদের করোনার টেস্টিং করানো হবে।
উল্লেখ করা যেতে পারে, গোটা দেশে খুব খারাপ অবস্থার মধ্যে দাঁড়িয়েও সাংবাদিকেরা নিজের কর্তব্য পালন করে চলেছে। কিন্তু করোনার সংক্রমণ গোটা দেশে যে হারে ছড়িয়ে পড়ছে তাতে সাংবাদিকদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ বিভিন্ন মহলের।