নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ ত্রিপুরায় ডিজিটাল ক্লাসে দারুণ সাড়া মিলছে৷ করোনা মোকাবিলায় লকডাউনের জেরে সমস্ত সুকল-কলেজ বন্ধ রয়েছে৷ ফলে, ছাত্রছাত্রীদের পড়াশুনায় ভীষণ ক্ষতি হচ্ছে৷ তাই, ত্রিপুরা সরকার ডিজিটাল ক্লাস শুরু করেছে৷
এ-বিষয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করেছেন৷ জনৈক অভিভাবক বলেন, ডিজিটাল ক্লাস শুরু হওয়ায় ভীষণ উপকৃত হচ্ছি৷ ছেলেমেয়েরা বাড়িতে বসে থেকে পড়াশুনা করতে পারছিল না৷ ডিজিটাল ক্লাস শুরু হওয়ায় এখন বাড়িতে বসেই সুকলের পড়া পড়তে পারছে৷ একই কথা বলল তাঁর মেয়েও৷ দ্বিতীয় শ্রেণির ছাত্রীর কথায়, সুকলে শিক্ষক-শিক্ষিকারা যেভাবে পড়ান ঠিক একইভাবে বাড়িতে বসে টিভিতে পড়াচ্ছেন তাঁরা৷ ওই ছাত্রীর দাবি, ডিজিটাল ক্লাসেএ অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি৷ সুকলে গিয়ে যা বুঝি বাড়িতে বসেই তা বুঝতে পারছি৷
প্রসঙ্গত, বিভিন্ন স্থানীয় ক্যাবল টিভি চ্যানেলের মাধ্যমে ওই ডিজিটাল ক্লাসের আয়োজন করা হয়েছে৷ ত্রিপুরার শিক্ষা দফতর ছাত্রছাত্রীদের স্বার্থে এই ব্যবস্থা করেছে৷ সুকলের সাথে কলেজস্তরেও ডিজিটাল ক্লাস শুরু হয়েছে৷