BRAKING NEWS

করোনার সংক্রমণ এড়াতে সিল দিল্লি ও গাজিয়াবাদের সীমান্ত, বাড়ছে ট্র্যাফিক জ্যাম

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.) : করোনা সংক্রমণ এড়াতে সিল করে দেওয়া হয়েছে  দিল্লি ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদের  সীমান্ত। দুই রাজ্যের সীমান্ত সিল করে দেওয়ায় মঙ্গলবার সকাল থেকেই প্রধান হাইওয়েতে দেখা গেল বিরাট ট্র্যাফিক জ্যাম।

দিল্লি থেকে আগত ছ’জনের শরীরে করোনা ভাইরাসের  সংক্রমণ ধরা পড়ার পর গাজিয়াবাদের জেলাশাসক অজয়শঙ্কর পাণ্ডে সোমবারই নির্দেশ দেন সীমান্ত দিয়ে কোনও রকমের চলাচল বন্ধ করার। জাতীয় বিপর্যয় আইন ২০০৫ অনুসারে ওই নির্দেশ দেওয়া হয়। কেবলমাত্র অত্যাবশ্যক পণ্য পরিবহণকারী গাড়িকেই অনুমতি দেওয়া হয়েছে।  যেহেতু অত্যাবশ্যক পণ্ সরবরাহকারী যানবাহন ছাড়া অন্য কোনও যানবাহনকেই চলাচল করতে দেওয়া হচ্ছে না, তাই জ্যাম ক্রমশই বড় হচ্ছে। স্থবির হয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ির সারি। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন মঙ্গলবার জানিয়েছেন, আরও ৭৮ জন দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন। ফলে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,০৮১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *