লকডাউন অমান্যকারীদের ফুল, মিষ্টি ও ধূপ দিয়ে পূজা শান্তিরবাজার থানার পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ লকডাউন মানতে চাইছেন না মানুষ৷ তাই, লকডাউন অমান্যকারীদের ধূপ, ফুল ও মিষ্টি দিয়ে পূজা করছে পুলিশ৷ আইনি পথে কঠোর পদক্ষেপ নিয়েও মানুষকে সচেতন করা যাচ্ছে না৷ তাই এই অভিনব পন্থা অবলম্বন করেছে পুলিশ, দাবি শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তীর৷


করোনা-র প্রকোপে কাবু গোটা বিশ্ব৷ ভারতও বাদ যায়নি৷ কিন্তু এই মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকে লকডাউন পালন করাতে গিয়ে পুলিশকে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে৷ প্রতিদিন নিত্যনতুন পন্থা বের করে মানুষ বাড়ির বাইরে যাচ্ছেন৷ পুলিশ প্রশাসন এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেও কাজের-কাজ কিছুই হয়নি৷ তাই ওই সকল লোকদের বোঝানোর জন্য অভিনব পন্থা অবলম্বন করেছে শান্তিরবাজার পুলিশ৷


আজ অন্যান্য দিনের মতোই শান্তিরবাজার থানা সংলগ্ণ স্থানে যানবাহনের কাগজ পরীক্ষার জন্য বসেন এসডিপিও অক্ষয় প্রহল্লাদ কুন্ডে ও শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী৷ কিন্তু আজ তাদের নেওয়া অভিনব পন্থায় সকলেই অবাক হয়ে যান৷ বিনা কারণে বাজারে আগত লোকজনদের আটক করে ফুল, মিষ্টি ও ধূপ দিয়ে পূজা দেন তাঁরা৷


এই প্রয়াস সম্পর্কে শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, মানুষ কথা শুনছেন না৷ তাই পূজার মাধ্যমে লকডাউন অমান্যকারীদের সচেতন করতে চাইছে পুলিশ৷ অনেকেই পুলিশের এই অভিনব পন্থায় নিজেদের কাজের জন্য লজ্জা বোধ করবেন এবং তাদের সম্বিত ফিরবে বলে আশা করছেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *