দুর্গাবাড়ি চা বাগানে উদ্ধার নাবালিকার অগ্ণিদগ্দ মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ রাঙাছড়ায় কিশোরীর অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধারের মাসাধিককালের মধ্যেই পুনরাবৃত্তি হল দুর্গাবাড়ি চা বাগান এলাকায়৷ শুক্রবার সকালে ১৩ বছরের এক নাবালিকার অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার হয়েছে বাগানে৷ ঘটনার প্রকৃত কারণ নিয়ে পুলিশ ধন্দে পড়েছে৷ এনসিসি এসডিপিও প্রিয়ামাধুরি মজুমদার বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে লকডাউনের মধ্যে এ-ধরনের ঘটনা জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে৷


ঘটনা সম্পর্কে এনসিসি এসডিপিও বলেন, দুর্গাবাড়ি চা বাগান এলাকায় গ্রিন টাচ রিসোর্ট-এর পাশে খালি জায়গায় আজ সকালে এক নাবালিকার অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তিনি বলেন, নিজ বাড়ি থেকে ১০০-১৫০ মিটার দূরে ওই নাবালিকার মৃতদেহ পড়েছিল৷ তাঁর কথায়, এখন পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি৷ তবে মৃতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ প্রাকৃতিক কাজ করার জন্য ঘর থেকে বেরিয়েছিল নাবালিকাটি৷ কিন্ত অনেক সময় পেরিয়ে গেলেও সে ঘরে ফিরে না আসায় তার বাবা-মা খোঁজাখুজি শুরু করেন৷ তিনি জানান, বাড়ি থেকে ১০০-১৫০ মিটার দূরে গিয়েই মেয়ের অগ্ণিদগ্দ মৃতদেহ দেখতে পান তার বাবা-মা৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর আসে৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷


এনসিসি এসডিপিও-র কথায়, কীভাবে ঘটনাটি ঘটেছে তা নিয়ে মৃতের পরিবারের সদস্যরা কিছু বলতে পারছেন না৷ ফলে ঘটনাটি খুন, নাকি আত্মহত্যা, তা তদন্ত না করা পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না৷ কিন্ত সাতসকালে নাবালিকার অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর ঘটনা যথেষ্ট রহস্যজনক বলেই মনে করা হচ্ছে৷ সাথে নানা প্রশ্ণও উঠেছেঊ কারণ, মাসাধিককাল আগে মোহনপুর বিধানসভা কেন্দ্রের অধীন রাঙাছড়ার খালি জমিতে কিশোরীর অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ সেই রহস্য এখনও উন্মোচিত হয়নি৷ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে নানা প্রশ্ণ ওঠা স্বাভাবিক বলেই মনে হচ্ছে৷