BRAKING NEWS

ধর্মনগরে আগুনে পুড়ল কাঠের গুদাম, যতনবাড়ীতে ফায়ার স্টেশন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর/ শান্তিরবাজার, ১৩ এপ্রিল ৷৷ সোমবার সকালে ভয়াবহ অগ্ণিকান্ডে পুড়ে ছাই ধর্মনগর পুরসভার অন্তর্গত দক্ষিণ হুরুয়ার ১০ ওয়ার্ড এলাকার মো ঃ চাঁন মিঞার কাঠের গোডাউন৷ গোডাউনের মালিক চাঁদ মিঞা জানিয়েছেন, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে৷


কিভাবে এই আগুন লাগলো তা বলতে পারছেন না চাঁদ মিঞা৷ সময়মতো দমকল বাহিনী চাঁদ মিঞার কাঠের গোডাউনে না পৌঁছলে চাঁদ মিঞার পুরো বসত বাড়িটাই আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত হয়ে যেত৷ অল্পতে বেঁচে গেল চাঁদ মিঞার বসত বাড়ি৷ এদিকে রাস্তা ছোট হওয়ার কারণে দমকলের ইঞ্জিন নিয়ে পৌঁছাতে সমস্যার সম্মুখীন হয়৷


করোনার এই অস্থিতিশীল পরিস্থিতিতে ধর্মনগর মহকুমায় বেশ কয়েকটি অগ্ণিকাণ্ডে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন৷ তবে আন্তরিক প্রচেষ্টায় তা মোকাবিলা করছে দমকলবাহিনী কর্মীরা, সঙ্গে রয়েছে আরক্ষা দপ্তর৷


এদিকে, রবিবার রাত আড়াইটা নাগাদ যতনবাড়ি ফায়ার স্টেশনে ভয়াবহ অগ্ণিকান্ড ঘটে৷ জানা গিয়েছে, ফায়ার স্টেশনের এক কোনে হঠাৎ আগুন দেখতে পান সেন্ট্রির দায়িত্বে থাকা জনৈক ফায়ারম্যান৷ সাথে সাথেই তিনি স্থানীয় বিদ্যুৎ নিগমের অফিসে কল করে বিষয়টি জানায় যাতে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয়৷ বিদ্যুৎ নিগমের কর্মীরা খবর পাওয়ার প্রায় পনের মিনিট পর সেখানে পৌঁছে৷ এই সময়ের মধ্যে আগুন মুহুর্তের মধ্যেই ফায়ার স্টেশনে ছড়িয়ে পড়ে৷

সেখানে মজুত রাখা জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যায়৷ তাতে আগুন দ্রুত ছড়িয়ে যায়৷ পরে করবুক এবং অমরপুর থেকে ফায়ার সার্ভিসের ইঞ্জিন আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ ফায়ার সার্ভিসের যুগ্ম অধিকর্তা কেরি মারাক জানিয়েছেন প্রায় কুড়ি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ ফায়ার সার্ভিসের কাজকর্ম অস্থায়ী ভাবে করা হয়েছে গর্জনটিলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *