BRAKING NEWS

প্রথা অনুযায়ী সন্ন্যাসী নিজ বাড়িতেই করলেন চড়ক পূজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল ৷৷ গ্রাম ত্রিপুরার ১২ মাসে তের পার্বনের অন্যতম পার্বন চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো ও মেলা৷ প্রতিবছরই গ্রাম ত্রিপুরার বিভিন্ন স্থানে চড়ক পুজা ও মেলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ শহরতলিতেও চড়ক মেলাকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনার কোনও ঘাটতি পরিলক্ষিত হয়নি বিগত বছরগুলিতে৷

কিন্তু এবছর লকডাউনের কবলে পড়ে চড়ক পুজা ও মেলা পুরোপুরি ম্লান হয়ে গেছে৷ কোথাও মেলা বসছে না৷ প্রথা অনুযায়ী অনেক সন্ন্যাসী নিজের বাড়িতে বা ছোট কোন এলাকায় পুজো করছেন৷ তবে চড়ক গাছ তোলা হচ্ছে না৷ প্রকৃতপক্ষে করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে যাবতীয় সামাজিকতা ও পুজা পার্বন বন্ধ রাখারই উদ্যোগ নেওয়া হয়েছে৷ সে কারণেই এবছর চড়ক পুজা ও মেলা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কোন গুঞ্জন নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *