দ্রুত সেরে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

লন্ডন, ১২ এপ্রিল (হি. স.): করোনা থেকে সেরে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অল্প হাঁটছেনও তিনি। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে চিকিৎসাধীন জনসন। চিকিৎসকরা ২৪ ঘণ্টা তাঁর দিকে নজর রাখছেন। চিকিৎসকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার দারুণ উন্নতি হচ্ছে।

আইসিইউ থেকে আগেই পাঠানো হয়েছে রিকভারি ইউনিটে। এবার ডাউনিং স্ট্রিট জানিয়েছে, করোনা থেকে সেরে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অল্প হাঁটছেনও তিনি। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে জনসন চিকিৎসাধীন। চিকিৎসকরা ২৪ ঘণ্টা তাঁর দিকে নজর রাখছেন।  তাঁর স্বাস্থ্যের খবর দেওয়া মেডিক্যাল বুলেটিন বলেছে, প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার দারুণ উন্নতি হচ্ছে। গতকাল থেকেই অল্প করে হাঁটছেন, বাকি সময়টা কাটছে বিশ্রামে। তবে তাঁর সঙ্গে বাইরের কেউ দেখা করতে পারছেন কিনা জানায়নি ডাউনিং স্ট্রিট।

দু’সপ্তাহের বেশি আগে জনসন জানান, তাঁর করোনা হয়েছে। তখন থেকে ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে সেলফ আইসোলেশনে চলে যান তিনি। গত সপ্তাহের শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়, ভর্তি করতে হয় হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে। তাঁর জায়গায় দায়িত্বভার বুঝে নেন বিদেশ সচিব ডমিনিক রাব।  তিন রাত আইসিইউ-তে থাকার পর তাঁকে সরানো হয় রিকভারি ইউনিটে।