রাজ্যের জন্য রেলের ১৫টি বগিতে আইসোলেশন ওয়ার্ড, রেলমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ করোনা ভাইরাস মোকাবিলায় আগরতলায় ট্রেনের ১৫টি বগিতে আইসোলেশন ওয়ার্ড বানানো হয়েছে৷ সারা দেশে ভারতীয় রেল ট্রেনের বগি আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করেছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারতীয় রেলের এই মহান উদ্যোগের জন্য রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে ধন্যবাদ জানিয়েছেন৷


মুখ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছেঊ সুরক্ষা সামগ্রী থেকে শুরু করে টেস্ট কিট, আইসোলেশন ওয়ার্ড, বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম সমস্ত কিছু প্রস্তুত রাখা হয়েছে৷ তিনি বলেন, ভারতীয় রেল ত্রিপুরায় ১৫টি বগিতে আইসোলেশন ওয়ার্ড বানিয়েছে৷ প্রত্যেকটি বগিতে ৯টি বিছানা রয়েছে৷ এর জন্য তিনি রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷


এ-বিষয়ে আগরতলা রেলস্টেশন ম্যানেজার বলেন, ত্রিপুরায় রেলের প্রচুর আবাসন খালি পড়ে রয়েছে৷ আপাতত একটি রেলের বগি ব্যবহার করে একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে৷ প্রয়োজনে রেলের খালি পড়ে থাকা সমস্ত আবাসন করোনা ভাইরাস মোকাবিলায় ব্যবহার করা যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *