আড়ালিয়ায় মা ও সন্তানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তেলিয়ামুড়ায় গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ৯ এপ্রিল ৷৷ রাজ্যের পৃথক স্থানে শিশু সহ তিনজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ শহর আগরতলার কাছে আড়ালিয়ায় মা ও সন্তানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ অন্যদিকে তেলিয়ামুড়াতে উদ্ধার হয়েছে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ৷ দুটি ঘটনার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷


রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়া মধ্য পাড়ায় মা ও শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘন্টায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ শিশু সন্তানকে হত্যা করে মা আত্মঘাতী হয়েছেন, নাকি মা ও শিশুকে হত্যা করা হয়েছে তা নিয়ে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ লকডাউন চলাকালে বৃহস্পতিবার বিকেলে রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়ায় মধ্যপাড়ায় তিন বছরের শিশু কন্যা ও মায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত মহিলার নাম জোৎস্না পাল সাহা স্বামীর নাম হরিভক্ত সাহা৷ বিকেল ৪টা নাগাদ ঝুলন্ত অবস্থায় বসত ঘরেই মা ও শিশুর মৃতদেহ উদ্ধার হয়৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷


গৃহস্বামী হরিভক্ত সাহার দাবি সন্তানসহ তার স্ত্রী আত্মহত্যা করেছে৷ স্ত্রীর নাকি মাথা ব্যথা ছিল৷ ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাইয়েছে৷ প্রেসার ও মাপানো হয়েছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় আড়ালিয়াতে ডাক্তার দেখানোর কথাও ছিল৷ এরই মধ্যে গৃহস্বামী হরিভক্ত সাহা বাড়িতে এসে স্ত্রী ও সন্তানের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়েছে৷ মৃতার বাপের বাড়ি দক্ষিণ আনন্দনগরের মাঙ্গারপাড়া চৌমুহনিতে৷ ঘটনার খবর পেয়ে বাপের বাড়ির লোকজনরা ছুটে আসেন৷ মা ও শিশুকে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে যায়৷ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে হয়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ৷ ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, তদন্ত সাপেক্ষেই এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ তদন্তের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে৷ মৃতার বাপের বাড়ির লোকজনরা জোড়া খুনের অভিযোগ এনে দেন৷ অভিযুক্ত হরিভক্ত সাহাকে উত্তম মধ্যমও দিয়েছেন তারা৷ ঘটনাকে কেন্দ্র করে আড়ালিয়া এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


তেলিয়ামুড়া চাকমাঘাট ভূমিহীন কলোনির এক মহিলার রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ মৃত মহিলার নাম মনি সাঁওতাল (কর্মকার) বয়স ৪৮ বছর৷ তবে ঘটনাটি আত্মহত্যা না হত্যা, তানিয়ে চলছে পুলিশের তদন্ত৷ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে৷ বুধবার বিকাল থেকেই নিখোঁজ ছিলেন চাকমাঘাট ভূমিহীন কলোনির বাসিন্দা বিষ্ণু কর্মকারের স্ত্রী মনি সাঁওতাল (কর্মকার)৷ স্বামী কাজের জন্য ধলাই জেলা মনুতে থাকেন৷ বুধবার বিকাল ৩টায় বাড়ি থেকে বের হলেও রাত অবধি বাড়ি ফেরেননি মনি সাঁওতাল নামে বছর ৪৮-এর ঐ মহিলা৷ সকাল থেকে সকলে মিলে খোজাখুঁজি করে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দু’শো মিটার দূরে জঙ্গলে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার ছেলে৷


তবে মহিলার কাপড়ে ও পায়ে রক্তের দাগ দেখে বিষয়টি আত্মহত্যা না হত্যা এনিয়ে সন্দেহের সৃষ্টি হয় পরিবারের লোকদের মধ্যে৷ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ খবর যায় খোয়াই জেলার এসপি ডঃ কিরণ কুমারের কাছে৷ খবর পেয়ে এসপি কিরণ কুমার, অ্যাডিশনাল এসপি সঞ্জীব দেবনাথ, খোয়াই এবং তেলিয়ামুড়ার মহকুমার পুলিশ আধিকারিক এবং থানার ওসি সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যান৷ মৃতদেহ প্রত্যক্ষ করে পুলিশ ঘটনাস্থলে ডক স্কোয়াড এবং ফরেনসিক এক্সপার্টদের তলব করে৷ ডক স্কোয়াড বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে কোন কিনারা করতে পারেনি৷

তবে পুলিশ সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য সুজিত মারাক নামে এক যুবককে আটক করে৷ ঘটনার বিবরণে খোয়াই জেলার এসপি ডাঃ কিরণ কুমার জানান, ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করছেন৷ তারপরও ডগ স্কোয়াড এবং ফরেনসিক এক্সপার্ট আনা হয়েছে৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মর্গে পাঠানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *