গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ৩৭

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি. স.) : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে   আক্রান্ত হয়েছেন ৮৯৬ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের   তরফে একথা জানানো হয়েছে। একদিনে দেশে এতজনের আক্রান্ত হওয়া কিংবা মারা যাওয়ার ক্ষেত্রে এটি সর্বাধিক বলে মন্ত্রক জানিয়েছে।। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬,৭৬১। অন্তত ২০৬ জনের মৃত্যু হয়েছে সংক্রমণের ফলে।

মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৭। গত ২৪ ঘন্টায় এখানে করোনা আক্রান্ত হয়ে ২৫ জন মারা গেছে। করোনা আক্রান্ত রোগীদের সংখ্যাও দ্রুত বাড়ছে।  মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছে মোট ১৩৬৪ জন। অন্যদিকে,  অরুণাচল প্রদেশ,  ত্রিপুরা,  মণিপুর,  লাদাখ,  ছত্তিশগড়,  চণ্ডীগড়,  গোয়ার মতো দেশের কয়েকটি রাজ্য বাদে অন্যান্য জায়গায় খুব দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত হটস্পটগুলি মধ্যপ্রদেশ,  রাজস্থান,  দিল্লি এবং তামিলনাড়ু,  তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে দ্রুত তৈরি হতে দেখা যাচ্ছে । সারা দেশের ২৮৪ টি জেলা করোনায় আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের মতে, এখন দেশের ৩১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে করোনার ভাইরাসে আক্রান্ত রোগীদের চিহ্নিত করা হয়েছে।

 রাজ্যভিত্তিক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা

আন্দামান ও নিকোবর -১১,  অন্ধ্রপ্রদেশ -৩৬৩,  অরুণাচল প্রদেশ -০১,  অসম-২৯,  বিহার -৬০, ছত্তিসগড় -১০, দিল্লি-৮৯৮, গোয়া – ০৭,  গুজরাট-২৪১, হরিয়ানা -১৬৯, হিমাচল প্রদেশ -২৮, ঝাড়খণ্ড  -১৩, কর্ণাটক -১৮১,  কেরল – ৩৫৭,  মধ্যপ্রদেশ-২৫৯, মহারাষ্ট্র -১৩৬৪, মণিপুর -০২, মিজোরাম -০১, ওড়িশা -৪৪, পুডুচেরি -০৫, পাঞ্জাব -১৩২, রাজস্থান -৪৬৩, তামিলনাড়ু – ৮৩৪, তেলেঙ্গানা -৪৭৩  , ত্রিপুরা -০১, চণ্ডীগড় -১৮,, জম্মু ও কাশ্মীর -১৮৪, লাদাখ -১৫, উত্তর প্রদেশ -৪৩১, উত্তরাখণ্ড -৩৫, পশ্চিমবঙ্গ -১১৬ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *