মুম্বই, ৯ এপ্রিল (হি. স.): স্বাস্থ্যকর্মীদের শরীরে করোনা সংক্রমিত হওয়ার জের। বাণিজ্য নগরী মুম্বইয়ের চারটি হাসপাতালের ওপিডি পরিষেবা বন্ধ করে দেওয়া হল। এই চারটি হাসপাতালগুলি হল ব্রিজ ক্যান্ডি, ভাটিয়া হাসপাতাল, স্পন্দন হাসপাতাল ও হিন্দুজা হাসপাতাল। এই চারটি হাসপাতালকে সংক্রমিত ক্ষেত্র বা কন্টামিনান্ট জোন হিসেবে ঘোষণা করা হবে কিনা, তা নিয়ে চিন্তাভাবনা করছে মুম্বই নগর নিগাম।
শহরের গ্র্যান্ড রোডে অবস্থিত ভাটিয়া হাসপাতলে করোনা আক্রান্ত বছর ৬৫ – র এক বৃদ্ধকে ভর্তি করানো হয়। এর পরেই ওই হাসপাতালের তিনজন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা সংক্রমিত হয়। বর্তমানে ভাটিয়া হাসপাতালে রোগী নেওয়া বন্ধ হয়ে গিয়েছে।এই হাসপাতালের ৭০ জন স্বাস্থ্যকর্মীকে করেন্টিন করা হয়েছে। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এক নার্স ও এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পাওয়া গিয়েছে। এদের সংস্পর্শে আসা ৯৩ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই দুইজনকে হাসপাতালের মধ্যেই করেন্টিন করা হয়েছে। হিন্দুজা হাসপাতালে ১৪ জন স্বাস্থ্যকর্মীকে করেন্টিন করা হয়েছে মুম্বই নগর নিগমের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিনায়ক বিসনফুটে এই সকল হাসপাতালে রোগী ভর্তি করানো ও ওপিডি চালু রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই কারণে এই হাসপাতাল গুলির ওপিডি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।