নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ হাসপাতালে নেই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা৷ তারই প্রতিবাদে মঙ্গলবার ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা বিক্ষোভে সামিল হয়৷ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অভিযোগ হাসপাতালে তাদের জন্য নেই পর্যাপ্ত হ্যান্ড গ্লাভস, সেনিটাইজার, মাক্স সহ অন্যান্য সামগ্রী৷ ফলে তারা নিরাপত্তা হীনতায় ভুগছে৷


এতে করে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে৷ এই বিষয়ে হাসপাতালের এমএসকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি৷ টাই এইদিন তারা বিক্ষোভে সামিল হয়৷ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন কৈলাসহর মহকুমার মহকুমা শাসক৷ কথা বলেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে৷ কিন্তু হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা তাদের দাবিতে অনড় থাকে৷ এইদিকে হাসপাতালের এমএস নিজেও অভিযোগের সত্যতা স্বীকার করেন৷

তিনি জানান দপ্তর থেকে সামান্য কিছু হ্যান্ড গ্লাভস পাওয়া গেছে৷ সেই গুলি চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের প্রদান করা হয়েছে৷
তিনি নিজেও অসুরক্ষিত বলে জানান সংবাদ প্রতিনিধিদের৷ যদিও শেষ পর্যন্ত তিনি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের আশ্বাস দেন সহসাই তিনি দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করবেন৷ এম এস-এর কাছ থেকে আশ্বাস পাওয়ার পর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা পুনরায় কাজ শুরু করেন৷


এদিকে, জিবি হাসপাতালের চিত্রও মঙ্গলবার অন্যরকম দেখা গিয়েছে৷ ওপিডিতে রোগীর কোন লাইন নেই৷ টিকিট কাউন্টারেও কোন কর্মী দেখা যায়নি৷ ছিল না বেসরকারী সিকিউরিটি গার্ডদের কোন কড়াকাড়ি৷ প্রাণচঞ্চল জিবি হাসপাতাল ও হাসপতালের বাইরে জিবি বাজারের চেহেরা একেবারেই অন্যরকম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *