ঢাকা, ৮ এপ্রিল (হি.স.): বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও ৩ জন। নতুন করে ৩ জনের মৃত্যুর পর সে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০। এছাড়াও নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৪ জন। মোট সংক্রমিত সংখ্যা এখন ২১৮ জন।
বুধবার দুপুরে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৯৮১ টি। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫১৬৫টি। ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন, মহিলা ২১ জন। ৫৪ জনের মধ্যে ৩৯ জন ঢাকা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
এদিকে, বাংলাদেশের বাইরে অন্য দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু বাংলাদেশির। বুধবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে অন্তত ১৩৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।