শান্তিরবাজারে পাঁচ লক্ষ টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত, ধৃত ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ এপ্রিল৷৷ করোনা ভাইরাসও নেশা সামগ্রী পাচার বন্ধ করতে পারেনি৷ সোমবার দুই নেশাকারবারিকে আটক করে বরসড় সাফল্য পেয়েছে শান্তিরবাজার থানার পুলিশ৷


লকডাউনের মধ্যেই ফেন্সিডিল সহ তিন যুবককে আটক করেছে পুলিশ৷ লকডাউন চলাকালীন আজ সকাল থেকে বাইক ও গাড়িতে তল্লাশি করছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের এসডিপিও অক্ষয় প্রহ্লাদ কুন্ডে৷ ওই সময় বীরচন্দ্রনগর এলাকা থেকে একটি বাইকে করে দুই যুবক সাব্রুম মহকুমার মনুবাজারের উদ্দ্যেশ্যে যাচ্ছিল৷ তখন পুলিশ বাইক আরোহীকে থামতে নির্দেশ দেন৷ কিন্ত বাইক আরোহী পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে বাইক নিয়ে চলে যায়৷ পরবর্তীতে পুলিশ দুই যুবককে ধাওয়া করে জালে তুলতে সক্ষম হয়৷


ধৃতদের কাছ থেকে ১১৯ শিশি ফেন্সিডিল আটক করে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, রাজীব সাহা (৩৪) ও রাকেশ লস্কর (৩০) নামের দুই যুবককে নেশাসামগ্রী সহ আটক করা হয়েছে৷ ধৃত দুই যুবক সাব্রুম মহকুমার মনু এলাকার বাসিন্দা৷ পুলিশ তাদেরকে আটক করে শান্তিরবাজার থানায় নিয়ে এসেছে৷ পুলিশ আরও জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের পর মূল কাণ্ডারিকে চিহ্ণিত করা হয়েছে৷ তাদের খবরের ভিত্তিতে এসডিপিও অক্ষয় প্রহ্লাদ কুন্ডে ও শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তীর যৌথ অভিযানে বীরচন্দ্রনগর এলাকার বাসিন্দা রাজেশ্বর দেবনাথ ওরফে রাজু (৩২)-র বাড়িতে তল্লাশি চালিয়ে ২,০৩০ শিশি ফেন্সিডিল বাজেয়াপ্ত করে শান্তিরবাজার থানার পুলিশ৷


শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, বাজেয়াপ্তকৃত ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা৷ রাজেশ্বর দেবনাথকেও গ্রেফতার করা হয়েছে৷ তিনি বলেন, আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *