নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে৷ কিন্তু বেআইনিভাবে অশোকস্তম্ভ ব্যবহার করে ফাঁসলেন মামলাকারী৷ করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে ভুল তথ্য দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল রায়৷ এদিকে বেআইনিভাবে অশোক স্তম্ভ ব্যবহার করেছেন বলে মামলাকারী গোপাল রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে৷
আইনজীবী অরবিন্দ দেব নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় তাঁর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৬৯ এবং ১২০(বি) ধারায় মামলা করেছেন৷ পুলিশ আজ গোপাল রায়ের বাড়িতে গিয়েছিল৷ কিন্তু তাকে গ্রেফতার করেনি৷ প্রতিবাদের কণ্ঠ রোধ করার জন্যই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে বলে দাবি করেন গোপালবাবু৷ এদিকে, বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটি-র মুখপাত্র দাবি করেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা নোংরা রাজনীতি এবং কংগ্রেসের দেউলিয়াপনার নিদর্শন৷
কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায় করোনা ভাইরাসে সংক্রমণ নিয়ে করিমগঞ্জ (অসম) ও মণিপুরে আক্রান্তের সংখ্যার ভুল তথ্য দিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন বলে অভিযোগ এনে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন৷ এজাহারে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত ২ মার্চ জিবি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ১৬ জন এবং মণিপুরে ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন৷ কিন্তু, করিমগঞ্জ এবং মণিপুরে আক্রান্তের ওই তথ্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে নেই৷ তাতে স্পষ্ট, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ভুল তথ্য দিয়েছেন৷ ওই ভুল তথ্যে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ তাই, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা গ্রহণ করা হোক৷
কিন্তু, অশোক স্তম্ভ ব্যবহৃত কাগজে অভিযোগপত্র জমা বিপদ ডেকে আনেন গোপাল রায়৷ প্রাক্তন বিধায়ক হিসেবে অশোক স্তম্ভ ব্যবহার করা বেআইনি, এই অভিযোগ এনে আইনজীবী অরবিন্দ দেব নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ তিনি এজাহারে বলেন, মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার জন্যই নামের পাশে অশোক স্তম্ভ ব্যবহার করা কাগজে অভিযোগ জানিয়েছেন গোপাল রায়৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৬৯ এবং ১২০(বি) ধারায় মামলা করেছেন অরবিন্দ দেব৷
মামলা নিয়ে পুলিশ আজ গোপাল রায়ের বাড়িতে যায়৷ কিন্তু, তাকে গ্রেফতার না করেই পুলিশ ফিরে যায়৷ নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এসডিপিও-র নেতৃত্বে পুলিশ কেন গোপাল রায়কে গ্রেফতার না করে ফিরে এসেছে, সে বিষয়ে পুলিশের শীর্ষ আধিকারিকের কোনও বক্তব্য জানা যায়নি৷ গোপাল রায়ের দাবি, তাঁর প্রতিবাদী কণ্ঠ রোধ করার জন্যই বিজেপি-আইপিএফটি জোট সরকার পুলিশ লেলিয়ে দিয়েছে৷
প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস বলেন, অশোক স্তম্ভ ব্যবহারের জন্য পুলিশ নোটিশ দেওয়া উচিত ছিল৷ জোর করে তাঁর বাড়িতে প্রবেশ এবং ভয়ভীতি প্রদর্শন দুর্ভাগ্যজনক৷
এদিকে, প্রদেশ বিজেপি মুখপাত্র ত্রিপুরার মুখ্যমন্ত্রী হেয় প্রতিপন্ন করার জন্যই প্রাক্তন কংগ্রেস বিধায়ক মামলা করেছেন বলে দাবি করেছেন৷ তিনি গোপাল রায়ের ওই ভূমিকার সমালোচনা করেন এবং বেআইনিভাবে অশোক স্তম্ভ ব্যবহারের জন্য তার শাস্তির দাবি জানান৷ তাঁর সাফ কথা, করোনা ভাইরাসে সংকটের পরিস্থিতি নোংরা রাজনীতি কাম্য নয়৷ প্রাক্তন বিধায়ক গোপাল রায় তারই পরিচয় দিয়েছেন৷