BRAKING NEWS

চিনি লবণ ও ভোজ্য তেলের যোগান অব্যাহত রাখতে সচেষ্ট রেল

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): কোভিড-১৯ লকডাউন চলাকালীন সময়ে সাধারণ মানুষের ব্যবহৃত চিনি, লবণ ও ভোজ্য তেলের সরবরাহ সুনিশ্চিত করতে উদ্যোগী ভারতীয় রেল । লকডাউন চলাকালীন সময়ে সাধারণ মানুষের নিত্য ব্যবহৃত চিনি লবণ ও ভোজ্য তেলের যাতে ঘাটতি দেখা না দেয়, তার জন্য ভারতীয় রেল সর্বাত্মক প্রয়াস নিয়েছে। নিত্য প্রয়োজনীয় এই তিনটি অত্যাবশ্যক সামগ্রী পরিবহণ ও সরবরাহের কাজ পুরোদমে চলছে।

ভারতীয় রেল বিগত ১৩ দিনে ১ হাজার ৩০০-রও বেশি চিনি ভর্তি ওয়াগন, লবণ বোঝাই ৯৫৮টি ওয়াগন এবং ভোজ্যতেল পরিবাহী ৩৭৮টি ওয়াগন (১ ওয়াগনে ৫৮-৬০ টন তেল বোঝাই থাকে) দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেছে।

রেলের আধিকারিকরা বিভিন্ন পর্যায়ে পণ্য পরিবহণের ওপর নজর রাখছেন। পণ্য ওঠা-নামার জায়গাগুলিতে রেলকে যে সমস্যার মুখোমুখী হতে হয়েছে, তা এখন দূর করার চেষ্টা চলছে। পরিবহণ সংক্রান্ত সমস্যাগুলির নিরসনে ভারতীয় রেল স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে নিয়ে একযোগে কাজ করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *