তবলিগি জামাতের সমাবেশে হাজির হওয়া ৬৪৭ জন করোনায় আক্রান্ত

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.):  দিল্লির নিজামউদ্দিনের তবলিগি জামাতের সমাবেশে হাজির হওয়া মানুষদের নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে গোটা দেশে। সেই উদ্বেগ এক ধাক্কায় বাড়িয়ে দিল সরকারের একটি পরিসংখ্যান। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে বলা হয়, “তবলিগি জামাতের সমাবেশে হাজির হয়েছিলেন এমন ৬৪৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে গত দু’দিনে।”

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, মার্চ মাসের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দিল্লির নিজামউদ্দিন মারকাজে অনুষ্ঠিত তবলিগ জামাত সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, ফ্রান্স-সহ বিভিন্ন দেশের প্রায় ১৩০০ প্রতিনিধি যোগ দিয়েছিলেন সমাবেশ। সেই সব প্রতিনিধি এবং তাঁদের সংস্পর্শে আসা মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৫০ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। আজ তা বেড়ে হয়েছে  ৬৪৭ জন। আরও অনেকে ভর্তি দিল্লি-সহ দেশের ২৩টি রাজ্যের বিভিন্ন হাসপাতালে।