BRAKING NEWS

এডহক শিক্ষকদের দফায় দফায় আন্দোলন প্রতিহত করতে পুলিশের ছুটল কালঘাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ চাকরীর নিশ্চিয়তার দাবিতে আজ বুধবার ফের অ্যাডহক শিক্ষকরা দফায় দফায় আন্দোলনে নেমেছেন৷ আগরতলার সিটি সেন্টারের সামনে থেকে প্রতিবারই পুলিশ তাঁদের গ্রেফতার করে নিয়ে গেছে৷ তাঁদের এই ধারাবাহিক আন্দোলনে পুলিশও হাঁফিয়ে উঠেছে বলে মনে হচ্ছে৷


করোনা ভাইরাসের সতর্কতা হিসেবে বড় জমায়েত বন্ধ রাখার জন্য ত্রিপুরা সরকার ১৪৪ ধারা জারি করেছে৷ ফলে, গতকাল অ্যাডহক শিক্ষকদের গণ-অবস্থান থেকে তুলে দেয় পুলিশ৷ তাঁদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পুলিশ লাইনে৷ গতকাল পুলিশ ৭২৪ জন আন্দোলনকারী শিক্ষককে গ্রেফতার করেছিল৷ এতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল৷ অ্যাডহক শিক্ষকরা পুলিশের ওই পদক্ষেপে পশ্চিম থানা ঘেরাও করেন৷ অবশ্য পুলিশ শিক্ষকদের বিনা শর্তে মুক্তি দেওয়ায় গতকাল আন্দোলন থেমে গিয়েছিল৷


কিন্তু আজ ফের অ্যাডহক শিক্ষকরা আন্দোলনমুখী হন৷ তাতে প্রথমে পুলিশের পক্ষ থেকে শিক্ষকদের কাছে আন্দোলন ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল৷ কিন্তু তাঁরা রাজি না হওয়ায় তাঁদের গ্রেফতার করে পুলিশ৷ এদিন তাঁদের গ্রেফতারের সময় পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *