নেশা মুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যুতে শহরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার দুর্গাচৌমুহনি সংলগ্ণ ময়লাখলায় জয়াস সোসাইটি নামে নেশামুক্ত একটি কেন্দ্রে অবস্থানকারী এক যুবকের মৃত্যু হয়েছে৷ তার নাম অজয় ব্যানার্জী৷ জানা যায় চারদিন আগে তাকে ওই সোসাইটির অধীনে ভর্তি করানো হয়৷ ভর্তি করানোর পর থেকেই সে খানিকটা অসুস্থ হয়ে পড়তে থাকে৷ তার পেট খারাপ হয়েছিল৷ মঙ্গলবার ভোররাত থেকে তার অবস্থা খারাপ হয়ে যায়৷ এরই জেরে তার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷
রাজধানী আগরতলা শহর এলাকার ময়লাখলা বাজার সংলগ্ণ স্থানে গত বেশ কিছুদিন ধরেই জয়াস সোসাইটি নামে একটি সংস্থা নেশামুক্ত কেন্দ্র খুলে৷ নেশাগ্রস্ত লোকজনদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে৷ তবে জয়াস সোসাইটির রেজিস্ট্রেশন বা অনুমোদন রয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে৷ এই সংস্থার মূল পরিচালক অভিজিৎ চক্রবর্তী ও অর্ণব দেব তারাই সোসাইটির অধীনে নেশামুক্ত কেন্দ্রটি পরিচালনা করে আসছে৷


অবশ্য ইতিপূর্বে এই কেন্দ্রে এসে কারোর মৃত্যুর ঘটনা ঘটেনি৷ মঙ্গলবার অজয় ব্যানার্জীর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে৷ সংস্থার অন্যতম পরিচালক অভিজিৎ চক্রবর্তী জানান, চারদিন আগে অজয় ব্যানার্জীকে তাদের নেশামুক্ত কেন্দ্রে পরিবারের লোকজনরা ভর্তি করান৷ তার পেট খারাপ তথা পাতলা পায়খানা থাকায় চিকিৎসকও দেখানো হয়েছে৷ সে অনুযায়ী ওষুধপত্র চলছিল৷ মঙ্গলবার ভোর রাতে প্রাকৃতিক কার্য করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পরে অজয়৷ তখনই তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান তারা৷ জিবি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷


এদিকে মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে নেশামুক্ত কেন্দ্রটিতে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকার কথা থাকলেও এখানে কোন পরিষেবার ব্যবস্থা ছিল না৷ সে কারণেই বিনা চিকিৎসায় অজয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে৷ এজন্য নেশামুক্ত কেন্দ্রটিকেই দায়ী করা হয়েছে৷ এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ নেশামুক্ত কেন্দ্রে যুবকের মৃত্যুর ঘটনার পেছনে কি রহস্য আত্মগোপন করে রয়েছে তানিয়ে জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷