গোয়ালপাড়ায় আগুনে পুড়ে মৃত্যু তিন বছরের শিশুর, আহত তিন

গোয়ালপাড়া (অসম), ১৮ মার্চ (হি.স.) : গোয়ালপাড়া জেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন তিনজন। নিহত শিশুকে জনৈক আনোয়ার হুসেনের বছর তিনের মেয়ে শামিনা খাতুন বলে পরিচয় পাওয়া গেছে। আগুনে সংশ্লিষ্ট এলাকার ছয়টি বসতঘর পুড়ে ভস্ম হয়ে গেছে। ঘটনা নিম্ন অসমের গোয়ালপাড়া জেলার পঞ্চরত্ন নদী থানার অন্তর্গত ৩ নম্বর রামহরি চরে বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ সংঘটিত হয়েছে।

ঘটনা প্রসঙ্গে বগুবান থানার ওসি সফিকুল ইসলাম জানান, এলাকাটি তাঁর থানার অন্তৰ্গত নয়। পঞ্চরত্ন নদী থানা থেকে অকুস্থল বহু দূরে ভেবে বগুবান থানা থেকে পুলিশের দল নিয়ে গিয়েছিলেন আগুনের শিকার পরিবারবর্গকে সাহায্য করতে। কিন্তু তাঁরা সেখানে গিয়ে পৌঁছার আগেই আগুনে পুড়ে সব শেষ হয়ে যায়। ওসি জানান, মূলত খড়-শনের ছাউনি দেওয়া একটি রান্না ঘর থেকে আগুনের সূত্ৰপাত। সে সময় হাওয়া বইছিল প্রচণ্ড বেগে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি এলাকার মানুষ। চোখের নিমেষে লাগোয়া ছয়টি বসতঘর সম্পূৰ্ণ ছাই হয়ে গেছে।

ওসি সফিকুল ইসলাম আরও জানান, বেশ কিছুক্ষণ পর পঞ্চরত্ন নদী থানার পুলিশ এসে আগুনে নিহত শামিনা খাতুনের ঝলসে যাওয়া মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে গোয়ালপাড়া সিভিল হাসপাতালে, ময়না তদন্তের জন্য। ময়না তদন্তের পর বিকেলের দিকে শামিনার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহত তিনজনকে পাঠানো হয়েছে গোয়ালপাড়া হাসপাতালে। তাঁদের দুজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।