BRAKING NEWS

মনুতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় হত বাইক আরোহী পুলিশ কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ১৬ মার্চ৷৷ যান দূর্ঘটনা কিছুইতে আটকানো সম্ভব হচ্ছে না, আর তার খেসারত দিতে হল এক পুলিশ কর্মীকে৷ ঘটনার বিবরণে জানা যায় আজ সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ লংতরাই ভ্যালী মহকুমার মনু থানাধীন এসকে পাড়া এলাকায় ডব্লিওবি ৬৫- ১৮৯৩ নম্বরের বারো চাকার লরি টিআর ০৪ বি ৮০৯২ নম্বরের পালসার বাইকটিকে স্বজুড়ে ধাক্কা মারে ঘটনাস্থলে বাইক চালক আলবিন মারাকের মৃত্যু হয়৷ আর লরিটি দেড়শ ফুট নিচে লুঙ্গায় পরে যায়৷ পুলিশ গাড়ি চালক রাজিপল শেখকে আটক করে৷ জানা যায় নিহত আলবিন মারাক একজন পুলিশ কর্মী সে আমবাসা ট্রাফিকে কর্মরত ছিলো৷ আজ ডিউটিতে আসার সময় ঘটনাটি ঘটে৷ গোটা ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে৷


ফের আসাম আগরতলা জাতীয় সড়কএ দুর্ঘটনা৷ ঘটনা মুঙ্গিয়াকামি থানা ধীন চাকমা ঘাট স্থিত আসাম আগরতলা জাতীয় সড়কের শালবাগান এলাকার৷ ঘটনা জানা যায় বহি রাজ্য থেকে চ্যানেল ওয়ান এনএল০১এ১৩৬১ নম্বরের একটি লরি বহি রাজ্য থেকে আগরতলার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য মালপত্র নিয়ে আসার সময় আঠারো মোরা জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে খাদে চলে যায়৷
যদিও গাড়ির চালকসহ চালক অল্পবিস্তর আহত হয় কিন্তু দুর্ঘটনার পর পালিয়ে যায়৷ দীর্ঘ বেশ কয়েকবার আমরা সংবাদমাধ্যম আসাম আগরতলা জাতীয় সড়কের আঠারোমুড়া পাহাড়ের বিভিন্ন এলাকার ব্রিকস প্যালাসাইটিং এর ইট ভেঙ্গে চোরাকারবারীরা নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত৷

প্রশাসনকে একপ্রকার ঘুমে রেখে আঠারোমুড়া এলাকার বিভিন্ন জায়গায় চলছে ইট ভাঙ্গার খেলা রাস্তার এই সকল ব্রিকস প্যারাসাইটিক থেকে৷ এবং সেই ঈদ গুলি দিয়ে অভাবের তাড়নায় একপ্রকার চিপস ভেঙ্গে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছে৷ আর এখানকার প্রশাসন টুটু জগন্নাথ৷ এখন দেখার বিষয় সংবাদমাধ্যমে এ সংবাদ প্রচার হওয়ার পর প্রশাসনের টনক নড়ে কিনা আসাম আগরতলা জাতীয় সড়কেকে বাঁচাতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *