নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল সাংগঠনিক শক্তিকে সুসংঘত করার প্রয়াস নিয়েছে৷ জনগণকে কাছে টানতে বেশ কিছু ইস্যু সামনে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে৷
সর্বশিক্ষায় নিয়োজিত সাড়ে পাঁচ হাজার কর্মচারী গত ২ মাস ধরে বেতন পাচ্ছে না বলে অভিযোগ করেছে কংগ্রেস৷ অবিলম্বে তাদের বকেয়া বেতন মিটিয়ে দিতে সরকারের কাছে দাবি জানানো হয়েছে৷ বৃহস্পতিবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানান দলীয় মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক৷ রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি স্তব্ধ করে দেওয়ার অভিযোগ এনেছে বিরোধী দল কংগ্রেস৷
কংগ্রেসের দলীয় মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক বৃহস্পতিবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন রাজ্যের আরক্ষা দপ্তর ও স্বাস্থ্য দপ্তর চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে৷ দুটি দপ্তরই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে ৷ তিনি এই দুটি দপ্তর সঠিকভাবে পরিচালনা করতে পারছে না বলে মনে করে কংগ্রেস৷ স্বাস্থ্য দপ্তরের অকর্মতার কারণেই সম্প্রীতি আইনজীবী ভাস্কর দেব রায় বিনা চিকিৎসায় মারা গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি৷ এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছে কংগ্রেস৷ পুলিশের বিরুদ্ধেও তোপ দেগেছে কংগ্রেস দল৷ বিশেষ করে নারী ঘটিত অপরাধের কোন অভিযোগ নিয়ে থানায় গেলে মহিলা থানা এইসব মামলা গ্রহণ করছে না বলে অভিযোগ করেছেন কংগ্রেসের মুখপাত্র৷ শুধু তাই নয় বিরোধী রাজনৈতিক দলকে সভা সমাবেশের অনুমতিও দিচ্ছে না পুলিশ৷
এ ধরনের কাজকর্মকে বিরোধীদের রাজনৈতিক অধিকার হরনের অংশবিশেষ বলে আখ্যায়িত করেছেন তিনি৷ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সর্ব শিক্ষা শিক্ষকদের ২মাসের বেতন দ্রুত মিটিয়ে দেওয়া ও তাদের চাকরীর নিশ্চয়তা দেওয়ার জন্যও দাবি জানানো হয়৷ পাশাপাশি বিরোধীদের রাজনৈতিক হরনের প্রয়াস থেকে দূরে থাকতেও অনুরোধ জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ৷

