জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ত্যাগকে স্বাগত জানালেন যশোধরা রাজে

নয়াদিল্লি, ১০ মার্চ (হি. স.) : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ত্যাগকে স্বাগত জানালেন তাঁর পিসি, মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক যশোধরা রাজে । জাতীয় স্বার্থে জ্যোতিরাদিত্যর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। আরও বলেছেন আসলে এটা হল, ‘ ঘর ওয়াপসি।’

তিনি জানিয়েছেন যে তাঁর মা রাজমাতা,’  বিজয়া রাজে সিন্ধিয়ার,’ জনসংঘ এবং বিজেপির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আরও বলেছেন যে তাঁর দলের জ্যোতিরাদিত্য  এবং তাঁর বাবা কংগ্রেসের ন বারের বিধায়ক মাধবরাও সিন্ধিয়ার- প্রতি যথেষ্ট শ্রদ্ধা রয়েছে।

“আসলে ঘর ওয়াপসি। যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাকে স্বাগত জানিয়েছেন তাতে বোঝাই যাচ্ছে রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়ার প্রতি তাঁদের কতটা শ্রদ্ধা রয়েছে,” জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, “সবশেষে প্রত্যেকেরই আত্মসম্মান আছে ।” বলেছেন তিনি। যেভাবে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে যথার্থ যোগদান থাকা সত্ত্বেও  ২০১৮ সালে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কংগ্রেসের সঙ্গে মতানৈক্য শুরু হয় এবং মনে করা হচ্ছে তার জেরেই তিনি ইস্তফা দিয়েছেন।