দিল্লি হিংসায় ক্ষতিগ্রস্থদের জন্য অর্থ সংগ্রহ, সন্দেহজনক বল বিজেপি

আগরতলা, ৯ মার্চ (হি. স.) : হটাৎ ত্রিপুরায় সিপিএম-র দিল্লি হিংসায় সাহায্যের নামে অর্থ সংগ্রহের বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে বিজেপি। দলের প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যী সন্দেহ প্রকাশ করে বলেন, ওই অর্থ সংগ্রহ কালো টাকা সাদা করার কৌশল হতে পারে। এদিকে, সফলতার সাথে দুই বছর পূর্তির জন্য ত্রিপুরা সরকারকে অভিনন্দন জানিয়েছে বিজেপি। 

আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে নবেন্দু বলেন, আজকের দিনে দুই বছর আগে এক অভিশপ্ত অধ্যায়ের ইতি টেনেছিলেন ত্রিপুরার মানুষ। বাম অপশাসনে নানাভাবে নির্যাতিত এবং যারা খুন হয়েছেন তাঁদের আজ স্মরণ করেছে বিজেপি। তিনি কটাক্ষ করে বলেন, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকারের দুই বছর পূর্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতার কৌটা নিয়ে রাস্তায় বেরিয়ে অর্থ সংগ্রহের বিষয়টি যথেষ্ট রহস্যজনক। 

এদিন তিনি প্রশ্ন করেন, সিপিএম অর্থ সংগ্রহ করে কাকে দেবে। কারণ, কেন্দ্রীয় সরকার দিল্লি হিংসায় ক্ষতিগ্রস্থদের যথেষ্ট সহায়তা করছে। ফলে, ত্রিপুরায় সিপিএম-র সংগৃহিত অর্থ কোথায় তার প্রমান দেওয়া উচিত। তাঁর দাবি, ওই অর্থ সংগ্রহ কালো টাকা সাদা করার কৌশল হতে পারে। এদিন তিনি মনে করিয়ে দেন, বাম জমানায় দিল্লিতে এ কে গোপালন ভবন নির্মাণের সিংহভাগ টাকা ত্রিপুরা থেকে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, সিপিএম আজ যে অর্থ সংগ্রহ করছে তার কোন রাশিদ দেওয়া হচ্ছে। ফলে, ওই টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে নাকি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে করা হবে, তা স্পষ্ট করুক সিপিএম।