BRAKING NEWS

কাছাড়ের ঘাগরা নদীতে ডিঙি নৌকায় অজ্ঞাতপরিচয় বালিকার অৰ্ধনগ্ন মৃতদেহ উদ্ধার

শিলচর (অসম), ৯ মার্চ (হি.স.) : বিশ্ব নারী দিবসের পরের দিন কাছাড় জেলায় সংগঠিত হয়েছে এক চাঞ্চ্যলকর ঘটনা। ডিঙি নৌকায় উদ্ধার হয়েছে অজ্ঞাতপরিচয় জনৈক বালিকার অৰ্ধনগ্ন মৃতদেহ। স্থানীয়রা ধারণা করছেন, বালিকাটিকে ধৰ্ষণের পর খুন করে নৌকায় ফেলে গেছে তার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্ৰ করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি কাছার জেলা সদর শিলচরের শহরতলি চেংকুড়ি গ্রাম পঞ্চায়েতের কুকুবাড়ি এলাকায় সংগঠিত হয়েছে। সোমবার সকালে ঘাগরা নদীতে স্থানীয় জনৈক ব্যক্তি একটি ডিঙি নৌকায় বালিকার অর্ধনগ্ন মৃতদেহ দেখে খবর গ্রামের মানুষজনকে। খবর দাবানলের মতো চাউর হলে কাতারে কাতারে ভিড় জমাতে শুরু করেন জনতা। খবর যায় এলাকার থানায়।

খবর পেয়ে স্থানীয় প্রশাসনিক ম্যাজিস্ট্রেট নবনীতা হাজরিকাকে সঙ্গে নিয়ে উপস্থিত হন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস। ম্যাজিস্ট্রেটের সামনে মৃতদেহের প্রাথমিক এনকুয়েস্ট করে তা উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের মতো পুলিশেরও প্রাথমিক ধারণা, বালিকাকে ধৰ্ষণের পর শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে। পুলিশ অফিসার দাস জানান, মেয়েটির গলায় শ্বাসরূদ্ধ করার স্পষ্ট চিহ্ন দেখেছেন তাঁরা। তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সরকারিভাবে কিছু বলতে পারছেন না তাঁরা, বলে অতিরিক্ত পুলিশ অফিসার।

এদিকে স্থানীয়রা বলছেন, মেয়েটিকে সম্ভবত গতকাল রাতে ধৰ্ষণ করে খুন করা হয়েছে। বালিকাটি কোথাকার বাসিন্দা সে সম্পর্কে এখনও কোনও তথ্য পুলিশ পায়নি। স্থানীয়রাও তাকে শনাক্ত করতে পারছেন না। পুলিশের দাবি, নিহত মেয়েটি পরিচয় যে কোনো উপায়ে উদ্ধার করতে হবে। তার পরিচয় উদ্ধার হলেই খুনিকে পাকাড়াও করা সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *