শ্রীনগর, ৯ মার্চ (হি.স.) : জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য। নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই জঙ্গি।
সোমবার সকালে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর গোপন সূত্র থেকে পেয়ে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের খাজপুরা রেবানে চিরুনি তল্লাশি অভিযান সামরিক পরিভাষায় যাকে কর্ডন এন্ড সার্চ বা কেসো চালায় সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাষ্ট্রীয় রাইফেলস নিয়ে গঠিত যৌথবাহিনী। তল্লাশিরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় জওয়ানরা। শুরু হয় দুই তরফের গুলির লড়াই। প্রায় পাঁচ ঘন্টা গুলি বিনিময়ের পর খতম হয় দুই জঙ্গি। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিদের কাছ থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে অভিযান চালানোর পর নিরাপত্তা বাহিনীরা যখন বেরিয়ে আসছিল তখন জওয়ানদের দিকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুলগাম এবং শোপিয়ানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।