ত্রিপুরায় বিজেপি জোট সরকারের দুই বছর পূর্তিতে আরও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার শপথ

আগরতলা, ৯ মার্চ (হি. স.) : ত্রিপুরায় দুই বছর পূর্ন করল বিজেপি-আইপিএফটি জোট সরকার। ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে জনতার সরকারের দুই বছর পূর্তিতে সারা রাজ্যেই উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরার মন্ত্রিসভার সদস্যরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এছাড়াও শাসক জোটের বিধায়করাও এই দিনটিতে মহা ধুমধামেই পালন করছেন। বর্ষপূর্তির মূল অনুষ্ঠানটি আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দুই বছর ধরে বিজেপি-আইপিএফটি জোট সরকারের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন। 

২০১৮ সালের ৯ মার্চ শপথ নিয়েছিল বিজেপি-আইপিএফটি জোট সরকার। স্থানীয় আসাম রাইফেলস ময়দানে হাজারো মানুষকে স্বাক্ষী রেখে জোট মন্ত্রিসভা সদস্যরা শপথ নিয়েছিলেন। ওই শপথ গ্রহণ সমারোহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ, প্রবীণ বিজেপি নেতা এল কে আদবানি, মুরলি মনোহর জোশি সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ত্রিপুরায় সেই থেকে পথ চলা শুরু নতুন সরকারের। গুটি গুটি পায়ে দুই বছর পূর্ন করে নতুন সরকারের কান্ডারীরা আগামীদিনে আরো কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করার শপথ নিয়েছেন আজ। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বলেন, প্রতিশ্রুতির সবটাই পূরণ করা হবে। ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলা হবেই। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরাবাসীর স্বপ্নকে স্বার্থক রূপ দিতে চেষ্টার কোন ত্রুটি রাখবে না বিজেপি-আইপিএফটি জোট সরকার।