নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.) : বড়সড় আত্মঘাতী হামলার ছক বানচাল করে ইসলামিক স্টেট বা আইসিস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এক কাশ্মীরি দম্পতিকে ধরল দক্ষিণ দিল্লির পুলিশ। ধৃতরা হল জাহানজেব সামি ও তার স্ত্রী হিনা বাসির বেগ। রবিবার সকালে তাদের জামিয়া নগর থেকে ধরা হয়।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদতে কাশ্মীরের বাসিন্দা ওই দম্পতি কয়েকমাস আগে আফগানিস্তান থেকে ফিরেছিল। সেখানকার খোরাসান প্রদেশে থাকা আইএসআইএস জঙ্গিদের সঙ্গে নাশকতা ছড়ানোর কাজ করত। কয়েকমাস আগে দিল্লিতে এসে ওখলা বিধানসভার অন্তর্গত জামিয়া নগরে আশ্রয় নেয় তারা। এরপর সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ শুরু হলে তাতে যোগ দিয়ে সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করে। মুসলিম যুবক-যুবতীদের ভুল বুঝিয়ে হিংসা ছড়াতে উৎসাহিত করে। তাদের আশ্রয়স্থলের কাছে থাকা জামিয়া বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করে সরকারবিরোধী আন্দোলনের জন্য প্রভাবিত করে। সম্প্রতি কিছু যুবক-যুবতীকে উসকানি দিয়ে দিল্লিতে আত্মঘাতী হামলা চালানোর ছক কষছিল। কিন্তু, সেই পরিকল্পনা আর সফল হল না। তার আগেই দিল্লি পুলিশের হাতে ধরা পড়তে হল ওই সন্ত্রাসী দম্পতিকে।
গ্রেফতারের কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, ওই দম্পতির বিরুদ্ধে বেশ কিছু স্পর্শকাতর কাজকর্মে জড়িত থাকার খোঁজ মিলেছে। দিল্লিতে আসার পর একটি বেসরকারি একটি কোম্পানি চাকরি নিয়েছিল সামি। মহিলা আর পড়ুয়াদের উসকে হিংসা ছড়ানোর চেষ্টা করছিল তার স্ত্রী। এর জন্য দু’জনে মিলে ‘ভারতীয় মুসলিম ঐক্য’ নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও তৈরি করে। আর তার সাহায্যে সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতা আন্দোলন সংগঠিত করার পাশাপাশি হিংসা ছড়ানোরও কাজ চালাচ্ছিল।