নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ১৫ জন কৃতী মহিলাদের হাতে নারী শক্তি পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সমাজের নারী প্রগতিতে বিশেষ অবদানের জন্য কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে এই সম্মান দেওয়া হয়েছে। পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন ভারতীয় বায়ুসেনার তিন মহিলা ফাইটার পাইলট।
রবিবার রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত মহিলা ফাইটার পাইলট মোহনা জিতারওয়াল, অবনী চর্তুবেদী, ভাবনা কান্থ। পরীক্ষামূলক ভাবে মহিলাদের যুদ্ধবিমান চালানোর সিদ্ধান্ত নেয় প্রতিরক্ষামন্ত্রী। সেই মতো ২০১৮ সালে এই তিন ফাইটার পাইলট একক ভাবে মিগ-২১ বাইসন চালান।
এছাড়াও পুরস্কার প্রাপকদের মধ্যে উল্লেখজনক হলেন মহারাষ্ট্রের রশ্মমি উরুধওয়ারদেশ। বিগত ৩৬ বছর ধরে গাড়ি শিল্পে মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করে গিয়েছেন তিনি। আদিবাসী মহিলা, বিধবাদের জন্য কাজ করে যাওয়া অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পাদালা ভুদেবী। এদিন রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে এই পুরস্কার প্রদান করা হয়। বয়স জনিত কারণে কেরলের কোল্লাম থেকে এই সম্মান নিতে দিল্লিতে আসতে পারেননি ভাগিরথী আম্মা।
এদিন যারা পুরস্কৃত হয়েছেন তারা হলেন বিহারের মুঙ্গরের বীণা দেবী, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আরিফা জান, ঝাড়খন্ডের সরাইকেলা, লেহ-লাদাখের নিলজা ওয়াঙ্গমো, পাতিয়ালার সর্দানী মান কাউর সহ অন্যান্যরা। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ।