নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ আলোচনাচক্র, বই প্রকাশ, একাংক নাটক ও বর্ণময় সাংস্ক’তিক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা বইমেলা জমজমাট হয়ে উঠেছে৷ আজ ছিল ৩৮তম আগরতলা বইমেলার একাদশতম দিন৷ একাদশতম সন্ধ্যায় বইমেলার মুক্ত মে’ আয়োজিত হয় আলোচনাচক্র৷ বিষয় ছিল ’নানা রঙে ককবরক ভাষা’৷
স’ালনা করেন রাজ্যের বিশিষ্ট ককবরক লেখক ও সাহিত্যিক নন্দ কুমার দেববর্মা৷ ককবরক সাহিত্যে নারীদের ভূমিকা বিষয়ে আলোচনায় অংশ নিয়ে অজিতা ত্রিপুরা ককবরক ভাষার বিকাশের বিষয়ে আলোচনা করেন৷ লেখক অজিত দেববর্মাও ককবরক ভাষার বিকাশের বিষয়ে আলোকপাত করেন৷ এছাড়া আলোচনা করেন অধ্যাপক বিমান দেববর্মাও৷ আলোচনাচক্রের পর হাঁপানিয়াস্থিত বইমেলার মুক্ত মে’ একটি নতুন বই প্রকাশ করা হয়৷ ডাঃ অতুল দেববর্মা অনুদিত ’শ্রীমদ্ভাগবত গীতা’ বইটির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, বিধায়ক মিমি মজমদার, তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, লেখক নরেশ চন্দ্র দেববর্মা ও সাহিত্যিক নন্দ কুমার দেববর্মা৷
ব্যাসদেব প্রকাশনী ও সুুবায় মিশন ট্রাষ্টের যৌথ উদ্যোগে এই বই প্রকাশ করা হয়েছে৷ প্রকাশক উত্তম চক্রবর্তী৷ নতুন বইয়ের আবরণ উন্মোচন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা অনুবাদক ডাঃ অতুল দেববর্মার ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, অনুবাদ করা সহজ নয়৷ কঠিন কাজ৷ রবীন্দ্র নাথও আমাদের রাজ্যে এসে বিসর্জন ও রাজর্ষী নাটক লেখেন৷ এছাড়া বইমেলা প্রাঙ্গণে ’প্রেরণা’ নামে একটি নাটক ম’স্থ করা হয়৷ এরপর মুক্ত মে’ আয়োজিত হয় বর্ণাঢ্য সাংস্ক’তিক অনুষ্ঠান৷ এতে ঊনকোটি জেলার শিল্পীগণ ও স্থানীয় শিল্পীগণ মনো’ সাংস্ক’তিক অনুষ্ঠান পরিবেশন করেন৷