করোনা প্রভাব শেয়ার বাজারে, নিম্নমুখী সেন্সসেক্স নিফটি

মুম্বাই, ৬ মার্চ (হি. স.) : করোনা ভাইরাস এবার থাবা বসিয়েছে শেয়ার বাজারেও। শেয়ার বাজারেও করোনা প্রভাবে সূচক নিম্নমুখী। শুধু তাই নয়, অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন শেয়ার বাজারের সাম্প্রতিক এই মন্দা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে ভারতীয় বাণিজ্যে।

শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই শেয়ার সূচকে পতন  দেখা যায়,   ১,৩০০ পয়েন্ট কমে গিয়ে ৩৭,১৮০ পয়েন্টে এসে দাঁড়িয়েছে, ওদিকে নিফটি ৩৮৫ পয়েন্ট কমে বর্তমানে হয়েছে ১০,৮৮১ পয়েন্ট। পাশাপাশি বিএসইর মিডক্যাপ সূচক ৫৬৮ পয়েন্ট বা ৩.৯ শতাংশ কমে ১৪,০০২ পয়েন্টে স্থির হয়েছে এবং বিএসইয়ের স্মার্টক্যাপ সূচক ৪২৬ পয়েন্ট বা ৩.১ শতাংশ হ্রাস পেয়ে ১৩,১৬৪ এ এসে দাঁড়িয়েছে। বিএসইর সমস্ত বিভাগীয় সূচকগুলি এদিন বাজার শুরুর  সময় থেকেই বিপদসঙ্কেত দিচ্ছে।