BRAKING NEWS

কুমার অলককে দিল্লীতে ত্রিপুরা ভবনে বদলি, বিতর্ক রাজ্য প্রশাসনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ ৷৷ অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলককে বদলি করলো রাজ্য সরকার৷ তাকে দিল্লি ত্রিপুরা ভবনের মুখ্য রেসিডেন্ট কমিশনার পদে বদলি করা হয়েছে৷

এদিকে ড. প্রশান্ত কুমার গোয়েলকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কুমার অলকের সমস্ত দপ্তরের ভার দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই কুমার অলককে নিয়ে টানা পোড়েন চলছিল৷ তার বদলিকে ঘিরে বিতর্কও দেখা দিয়েছিল৷ অবশেষে তাকে দিল্লিতে পাঠালো রাজ্য সরকার৷ তাকে ১০ মার্চের মধ্যে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে৷

ড. প্রশান্ত কুমার গোয়েল শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা সাথে টিআইডিসি’র ম্যানেজিং ডিরেক্টর, ত্রিপুরা বেম্বো মিশনের মিশন ডায়েক্টর এবং মুখ্যমন্ত্রী দপ্তরের বিশেষ সচিবের পাশাপাশি কুমার অলকের সমস্ত দপ্তরের দায়িত্ব অতিরিক্ত সামলাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *