কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : স্বস্তি দিচ্ছে জ্বালানির দাম। শনিবার আরও দাম কমেছে পেট্রোলের। এদিন কলকাতায় পেট্রোলের দাম ৭৪.৫৩ টাকা। ডিজেলেরও অবশ্য দাম বাড়েনি।
শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৪.৫৬ টাকা। বৃহস্পতিবার দাম ছিল ৭৪.৬০ টাকা অর্থাৎ দাম কমেছে চার পয়সা।বুধবারের তুলনায় বৃহস্পতিবার দাম কমেছিল পাঁচ পয়সা। অর্থাৎ বেশ কিছুটা বেড়ে যাওয়ার পর গত দুই দিনে ৯ পয়সা কমেছে পেট্রোলের দাম, যা সুখকর বলা যেতেই পারে। আজ মিলিয়ে গত তিন দিনে দাম কমল ১২ পয়সা। শনিবার ডিজেলের দাম এক পয়সা কমে ৬৬.৯২ টাকা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি দাম ছিল ৬৬.৯৭ টাকা। তারপর পাঁচ পয়সা বেড়ে ৬৭.০২ টাকা হয়েছে ডিজেলের দাম। তারপর ফের কমছে ডিজেলের দাম।