BRAKING NEWS

এডিসি নির্বাচনে বামেদের ব্যর্থতাকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে চাইছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি৷৷ আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছে বিজেপি৷ মূলত, এডিসি এলাকায় সমস্যার সমাধান এবং বামেদের মোকাবিলায় প্রস্তুতির রূপরেখা নির্ণয়েই এই বৈঠক বলে নিশ্চিত করেছেন বিজেপি প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা৷


এদিন রুদ্ধদ্বার এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সাংসদ রেবতী ত্রিপুরা, সাংসদ প্রতিমা ভৌমিক, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা, ত্রিপুরার বিজেপি প্রভারি ফণীন্দ্রনাথ শর্মা-সহ বিধায়কগণ এবং জনজাতি নেতা ও কার্যকর্তাগণ৷ বিজেপি-র প্রদেশ সভাপতিও বৈঠকে উপস্থিত ছিলেন৷


সভাপতি ডা. মানিক সাহা জানান, ত্রিপুরায় ৪৮টি বিধানসভা কেন্দ্র এডিসি এলাকায় অবস্থিত৷ তাই, বিধানসভা ক্ষেত্রে সমস্ত জেলা, মণ্ডল ও বুথ স্তরের নেতা ও কার্যকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন৷
বিজেপি-র প্রদেশ সভাপতির দাবি, নিজ নিজ এলাকায় কী সমস্যা রয়েছে, ওই সব সমস্যা সমাধানে করণীয় বিষয় এবং বামেদের রাজনৈতিকভাবে মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আজ বৈঠকে আলোচনা হয়েছে৷ তাঁর কথায়, এডিসি প্রশাসন বর্তমানে বামেদের দখলে রয়েছে৷ কিন্তু, তাঁরা এডিসি প্রশাসন সঠিক পরিচালনা করছেন না৷ তাতে এডিসি এলাকার মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছাচ্ছে না৷ এডিসি এলাকায় জনগণের সামগ্রিক অনুন্নয়নের জন্য বিজেপি প্রদেশ সভাপতি বামেদের দায়ী করেছেন৷


ধারণা করা হচ্ছে, বামেদের ব্যর্থতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার বিষয়েই আজ দিনভর বৈঠকে আলোচনা হয়েছে৷ তবে, দলীয় কোন্দল এবং সাংগঠনিক নানা সমস্যাও এদিনের বৈঠকে প্রাধান্য পেয়েছে বলে বিজেপি সূত্রের খবর৷ তবে, আইপিএফটি-র সাথে জোট বেঁধে এডিসি নির্বাচনে লড়াইয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে বলে মনে হচ্ছে না৷


বিজেপি-র প্রদেশ সভাপতি ডা. মানিক সাহার কথায়, বর্তমানে ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় রয়েছে৷ তবে, এডিসি নির্বাচনে জোট বেঁধে লড়াই হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না৷ তাঁর দাবি, বিজেপি-র কেন্দ্রীয় কমিটি এ-বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ অবশ্যই প্রদেশ কমিটির সাথে আলোচনা এবং সহমতের ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেছেন৷
এদিকে সাংসদ রেবতী ত্রিপুরা এডিসি নির্বাচনে বিজেপি-র জয় ১০০ শতাংশ নিশ্চিত বলে দাবি করেছেন৷ তিনি বলেন, এডিসি নির্বাচনের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে৷ উপস্থিত সমস্ত কার্যকর্তা ও নেতাদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হয়েছে৷ ওই বৈঠকের নির্যাস থেকে এডিসি নির্বাচনের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *