নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এ আশ্রয় শিবির খুলতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ | পড়ুয়াদের একাংশের আবেদন খারিজ করে উপচার্য জগদীশ কুমার সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে অনুমতি দেওয়া যাবে না |
দিল্লির সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্তদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আশ্রয় দিতে চেয়ে শুক্রবার আহ্বান জানান জেএনইউর ছাত্র সংসদ । তবে সেই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন উপাচার্য কুমার। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে ‘অনুমতি দেওয়া যাবে না’ বলেও জানিয়েছে তিনি বলেন, ‘দিল্লিতে শান্তি ফিরুক, আমরাও তাই চাই। আমাদের কিছু পড়ুয়া ক্যাম্পাসে বহিরাগতদের আশ্রয়ের আহ্বান করেছেন। এই একই পড়ুয়ারাই এর আগে বহিরাগত প্রবেশ নিয়ে সমালোচনা করছিলেন। ওই পড়ুয়ারাই জানুয়ারির ঘটনার জন্য দায়ী।’ কুমারের কথায়, ‘ক্যাম্পাসকে আশ্রয় শিবির’ বানানো চলবে না।