BRAKING NEWS

ঠিকেদারের কাজে বাধা, মারধরের দায়ে গ্রেপ্তার সমাজদ্রোহী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের কাজ শুরু হয়েছে অনেকদিন পূর্বে৷ পূর্ত দপ্তরের এন.এইচ ডিভিশনের অধিন আগরতলা দূরদর্শন কেন্দ্র এলাকায় জাতীয় সড়কের কাজের বরাত পান রামনগর এলাকার বাসিন্দা ঠিকেদার জহর লাল রায়৷ কয়েকদিন আগে তিনি জাতীয় সড়কের কাজ শুরু করেন৷ কিন্তু কাজ শুরু হওয়ার পর থেকে এলাকার কিছু মুখোশধারি মাফিয়া সরকারের নাম কালিমালিপ্ত করার জন্য উঠেপড়ে লাগে৷


১৮ ফেব্রুয়ারি রাতে যখন রাস্তার কাজ চলছিল তখন কাজে বাধা দান করে মুখোশধারি মাফিয়া অভিজিৎ পাল ও উত্তম দাসের নেতৃত্বে এক দল সমাজদ্রোহী৷ এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঠিকেদার জওহর লাল রায়৷ তখন মুখোশধারি মাফিয়াদের নেতৃত্বে সমাজদ্রোহীরা হামলে পরে ঠিকেদার জহরলাল রায়ের উপর৷এতে ঠিকেদার জওহরলাল দাস আহত হন৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে এ.ডি.নগর থানায় মুখোশধারি মাফিয়া অভিজিৎ পাল, উত্তম দাস সহ মোট ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঠিকেদার জওহর লাল রায়৷


থানায় মামলা দায়ের হওয়ার পর থেকে অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছিল৷ অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আরবান মিহিরলাল দাসের নেতৃত্বে আমতলি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিজিৎ পালকে জালে তুলতে সক্ষম হয়৷ আমতলি থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে অভিজিৎ পালকে আটক করা হয়েছে৷ বাকি অভিযুক্তদের জালে তোলার জন্য অভিযান জারি রয়েছে বলেও জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *