BRAKING NEWS

এডিসি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশের নির্ঘণ্ট ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পরিষদের সবকয়টি আসনের ভোটার তালিকা প্রকাশের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে৷ প্রকাশিত নির্ঘণ্ট অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১০ মার্চ৷ এর ওপর দাবি ও আপত্তি জানানোর শেষ দিন হচ্ছে ১৭ মার্চ৷ দাবি ও আপত্তিসমূহ নিষ্পত্তি করা হবে ১৮ মার্চ থেকে ২১ মার্চের মধ্যে৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৬ মার্চ৷ জেলা পরিষদের নির্বাচন কমিশনার এমএল দে এক বিজ্ঞাপ্তিতে এ-কথা জানিয়েছেন৷


তিনি আরও জানান, চলতি ইংরেজি বছরের ১ জানুয়ারিকে ভিত্তি হিসেবে ধরে প্রস্তুত বিধানসভা কেন্দ্র সমূহের ভোটার তালিকাকে ভিত্তি করে জেলা পরিষদের ভোটার তালিকা প্রকাশিত হবে৷ ভোটার তালিকা প্রস্তুতের সময় ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (কনস্টিটিউশন, ইলেকশন অ্যান্ড কনডাক্ট অব বিজনেস) বিধি ১৯৮৫-এর সংশ্লিষ্ট ধারা অনুসরণ করা হবে৷


প্রসঙ্গত, আগামী মে মাসে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সেই লক্ষ্যে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে৷ এদিকে, রাজনৈতিক দলগুলিও নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ বর্তমানে এডিসি প্রশাসন বামেদের দখলে রয়েছে৷ কিন্তু ত্রিপুরায় সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে বিজেপি-আইপিএফটি জোট৷ স্বাভাবিকভাবেই, এডিসি প্রশাসন থেকেও বামেদের উৎখাতে ময়দানে নামবে শাসক দল৷ তেমনি, এডিসি-তে ক্ষমতা ধরে রাখতে মরিয়া প্রয়াস নেবে বামেরা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *