নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা| বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২৭, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭ -এ পৌঁছেছে| অর্থাত্ বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে| বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে দিলশাদ গার্ডেনের গুরু তেগ বাহাদুর (জিটিবি) হাসপাতালেই মৃত্যু হয়েছে ৫ জনের| জিটিবি হাসপাতালের মেডিক্যাল সুপার সুনীল কুমার গৌতম জানিয়েছেন, ৩৭ জনের মধ্যে গুরু তেগ বাহাদুর হাসপাতালেই মৃত্যু হয়েছে মোট ৩০ জনের| এছাড়াও লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে| জগ প্রভেশ চন্দ্র হাসপাতালেও একজনের মৃত্যু হয়েছে| হিংসাত্মক ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ২০০-রও বেশি মানুষ|
প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও, উত্তর-পূর্ব দিল্লিতে এখনও উত্তেজনা বজায় রয়েছে| হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বহিরাগতদের বিশেষভাবে নজরে রেখেছে দিল্লি পুলিশ| উত্তর-পূর্ব দিল্লির মৌজপুর, জাফরাবাদ, সীলমপুর এবং বদরপুরে বৃহস্পতিবার সকালেও মোতায়েন ছিল প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী| বৃহস্পতিবারও উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে| দিল্লির দমকল অফিসার অতুল গর্গ জানিয়েছেন, বুধবার রাত বারোটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত হিংসা কবলিত এলাকা থেকে ১৯ বার ফোন আসে দমকল বিভাগে|

