ইয়াবাসহ সোয়া কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে ফের ত্রিপুরায় বিএসএফ বিরাট সাফল্য পেয়েছে৷ গতকাল মধ্যরাতে অভিযানে নেমে বিএসএফ ২২,৬০০টি ইয়াবা ট্যাবলেট, ১৩ কেজি গাঁজা এবং ৪৯৮ শিশি ফেন্সিডিল উদ্ধার করেছে৷ উদ্ধারকৃত সামগ্রীগুলোর বাজার মূল্য ১ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৯৫৭ টাকা৷ একই রাতে পৃথক স্থানে ১৩ কেজি গাঁজা-সহ অন্যান্য বেআইনি নেশা সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ৷ বাজার মূল্য ৭ লক্ষ ১২ হাজার ১৫০ টাকা৷ এছাড়া, পাচারের সময় বিভিন্ন ধরনের ইনজেকশন উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী৷ যার বাজার মূল্য ৪ লক্ষ ৬৭ হাজার ৪৩৩ টাকা৷ এক রাতে পৃথক স্থানে অভিযানে নেমে বিএসএফ ১ কোটি ২৬ লক্ষ ১৮ হাজার ৫৪০ টাকা মূল্যের নেশা সামগ্রী উদ্ধার করেছে৷ যা এ যাবৎকালের মধ্যে অন্যতম বড় সাফল্য বলে মনে করা হচ্ছে৷


বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক অরুণ কুমার ভার্মা জানিয়েছেন, গোয়েন্দা খবরের ভিত্তিতে গতকাল মধ্যরাতে সিপাহিজলা জেলার যাত্রাপুর থানাধীন সালপুকার বিওপি সীমান্তে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে কিছু পাচারকারী ওপারে প্যাকেট ছুঁড়ছিল, তা লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা৷ তখন বিএসএফ জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করেন৷ কিন্তু তাদের পালিয়ে যেতে দেখে বিএসএফ জওয়ানরা নন-ল্যাথেল বন্দুক থেকে গুলিও ছুঁড়েন৷ কিন্তু, রাতের অন্ধকারের সুযোগে তারা পালিয়ে যেতে সক্ষম হয়৷ অরুণ ভার্মা বলেন, বিএসএফ জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১ কোটি ১৩ লক্ষ টাকা মূল্যের ২২,৬০০টি ইয়াবা ট্যাবলেট এবং ৩৪ হাজার ৭১০ টাকা মূল্যের ২২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন৷ ওই নেশা সামগ্রী বিএসএফ জওয়ানরা যাত্রাপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন৷


এদিকে, একই রাতে সীমান্ত এলাকায় নিষিদ্ধ অন্য নেশাসামগ্রীও উদ্ধার করেছে বিএসএফ৷ প্রায় ৭ লক্ষ ১২ হাজার ১৫০ টাকা মূল্যের ১৩ কেজি গাঁজা এবং বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী বিএসএফ সীমান্ত এলাকা দিয়ে পাচার হওয়ার সময় উদ্ধার করেছে৷ এছাড়া, ৪ লক্ষ ৬৭ হাজার ৪৩৩ টাকা মূল্যের বিভিন্ন ইঞ্জেকশন পাচারের সময় উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ, জানিয়েছেন অরুণ কুমার ভার্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *