দেশে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা মজুত আছে : সীতারামন

গুয়াহাটি,  ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে দেশে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা মজুত রয়েছে। দেশের অর্থনীতি পরিচালনার জন্য সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার রাজধানী গুয়াহাটির খানপাড়ায় একটি বেসরকারি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন।

তিনি বলেন, দেশের সাধারণ বাজেট সম্পর্কে জনসাধারণের মধ্যে যে বিভ্রান্তি ছড়িয়েছে তা দূর করতে তিনি দেশের বিভিন্ন প্রান্তে সফর করছেন। এর জন্য প্রতিনিধি দল গঠন করে রাজ্যগুলিতে সফর করা হচ্ছে। গুয়াহাটি এ ক্ষেত্রে তাঁর সপ্তম সফর। এর আগে, অর্থমন্ত্রী তাঁর প্রতিনিধি দল-সহ দিল্লি বাদে মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই এবং হায়দরাবাদে এ জাতীয় বৈঠকের আয়োজন করেছেন।

এদিনের গুয়াহাটি সফরে, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, রাজ্যের অর্থমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা, রাজ্যের বিভিন্ন ব্যাংকের আধিকারিকগণ, শিল্পপতিদের পাশাপাশি বেসরকারি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বাজেটের ঘোষণাগুলিকে ব্যাখ্যা করেন তিনি|

এদিনের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুসারে তিনি সারা দেশে এই ধরনের কার্যক্রমের আয়োজন করছেন। তিনি জানান,  সম্প্রতি শেষ হওয়া জি-২০ সম্মেলনের সময় ভারত সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক উন্নয়নমূলক একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, সৌদি আরবে ভারতীয় ব্যবসায়ীদের ব্যবসার জন্য সরকার কর্মসূচি প্রস্তুত করেছে। তিনি আরও বলেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এমএসএমই, রিয়েল এস্টেটের যৌথ প্রচেষ্টায় কাজ চলছে।

এদিন জিডিপি হ্রাসের কারণ ব্যাখ্যা করে সীতারামন বলেন, দেশে ফসলের অপচয়, পেঁয়াজের উৎপাদন হ্রাস ইত্যাদি বিভিন্ন কারণে জিডিপির হ্রাস স্বাভাবিক ছিল, যা স্বাভাবিক হতে শুরু করেছে। এ সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *