নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির হিংসা নিয়ে ইসলামিক দেশগুলির সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের যাবতীয় দাবিকে খারিজ করে দিল ভারতের বিদেশমন্ত্রক।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের যা দাবি করেছে তা তথ্যগত ভাবে যথাযথ নয়। এমন ধরণের এক তরফা বিবৃতিতে আরও বেশি বিভ্রান্তি ছড়াচ্ছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের কাছে রবীশ কুমার অনুরোধ করেন যে, এমন ধরণের স্পর্শকাতর বিষয়ে দায়িত্ব জ্ঞানহীনের মতো বক্তব্য দেওয়া উচিত নয়। এমন ধরণের মন্তব্যের ফলে হিংসা আরও বেশি ছড়াচ্ছে।
উত্তর-পূর্ব দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে রবীশ কুমার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে চলেছে পুলিশ। শান্তি বজায় রাখার জন্য বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রী। কি কারণে এমন পরিস্থিতি তৈরি হল তার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ করা যেতে পারে, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের হচ্ছে মুসলমান রাষ্ট্রগুলির একটি গোষ্ঠী। এতে সৌদি আরব, কাতার, সিরিয়া, তুর্কি, সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান, বাংলাদেশ সহ একাধিক মুসলমান রাষ্ট্র রয়েছে।