BRAKING NEWS

পিএনবি প্রতারণা মামলা : নীরবের সম্পত্তি নিলাম পিছল

মুম্বই, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণা মামলায় অভিযুক্ত নীরব মোদীর ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর নিলাম পিছল| ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে নিলাম হবে আগামী ৫ মার্চ| দুর্লভ চিত্রাঙ্কন থেকে শুরু করে বিদেশের দামি হাত ঘড়ি, বিভিন্ন ব্র্যান্ডের হাত ব্যাগ, বিদেশি গাড়ি-সহ নীরব মোদীর ব্যবহৃত একাধিক জিনিসপত্র নিলামের কথা ছিল ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার| সবমিলিয়ে ১১২টি সামগ্রীর নিলাম প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার| কিন্তু, এদিন নিলাম হয়নি| ৫ মার্চ নিলাম হওয়ার কথা| নিলাম হলে দু’দফায়|

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৪ হাজার কোটি টাকা প্রতারণার মামলায় মূল অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী| বর্তমানে তিনি ব্রিটেনে রয়েছে| প্রতারণা মামলার তদন্তে নেমে নীরবের বাড়ি ও শোরুমে হানা দিয়ে বহু মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| সেগুলিই ধাপে ধাপে নিলাম করা হবে| আগামী ৫ মার্চ অমৃতা শের গিল, মকবুল ফিদা হুসেন, ভি এস গাইতোন্ডে, মনজিত্ বাওয়া এবং রাজা রবি ভার্মার সৃষ্টি চিত্রাঙ্কণ নিলামে উঠতে চলেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *