শান্তিরবাজারে প্রকাশ্যে জুয়ার রমরমা, বিপথে যাচ্ছে যুবসমাজ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৬ ফেব্রুয়ারি৷৷ জুয়ার নেশায় আশক্ত হয়ে ধংসের পথে শান্তিরবাজারের যুবসমাজ৷ নিরবদর্শকের ভূমিকায় আরক্ষা প্রসাশন৷ শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে নানান অনুষ্ঠানে চলছে জুয়ার রমরমা ঠেক৷ তার পাশাপাশি শান্তির বাজার মহকুমার বিভিন্ন গ্রামে সারাদিন জুয়া খেলায় মাতোয়ারা হয়ে থাকে যুব সমাজের একাংশরা৷ এলাকার লোকজন পুলিশকে এইব্যাপারে খবর দিলেও নিরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ বলে অভিযোগ৷


এমন একটি চিত্র ফুঁটে উঠলো শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর থানার অন্তর্গত বীরচন্দ্র নগর সুরেন্দ্র সরকার পাড়া ও বাইখোড়া থানার অধীন লক্ষীছড়া এলাকায়৷ এছাড়া শান্তির বাজার মহকুমার রাজাপুর, কালমা, দেবদারু এই সকল জায়গায় প্রতিনিয়ত চলছে জুয়ার রমরমা ব্যাবসা৷ কতিপয় কিছু লোক অর্থ উপার্জনের জন্য যুবসমাজকে জুয়া খেলার নেশার দিকে ঠেলে দিচ্ছে৷ আধুনিক যুগের ছোয়ার ফলে মোবাইলের মাধ্যমে চলছে জুয়ার আসর৷


অভিযোগ প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত চলে এই ধরনের খেলা৷ অনেকের অভিমত মাসিক লেনদেনের মাধ্যমে সুযোগ কাজে লাগাচ্ছে কিছু সংখ্যক লোকজন৷ অপরদিকে লক্ষীছড়া এলাকার জুয়ার আসর নিয়ে গুঞ্জন রয়েছে৷ বাইখোড়া থানার পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ণ৷ শান্তিরবাজার মহকুমার যুবসমাজের ধবংস অনিবার্য বলে অভিমত স্থানীয়দের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *