হাইকোর্ট বার নির্বাচন নিয়ে রাজনীতির পারদ চড়ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ আগামী ৭ মার্চ ত্রিপুরা হাইকোর্ট বারের নির্বাচন৷ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির পারদ ক্রমশ উঠছে৷ বিশেষ করে ত্রিপুরা বার অ্যাসোর নির্বাচনের ফলাফল হাইকোর্ট বার অ্যাসোর নির্বাচনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে৷ ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে তৎপরতা ক্রমশ তুঙ্গে উঠেছে৷


মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন৷ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মূলত: দ্বিমুখী প্রতিদ্বন্দিতার সম্ভাবনা রয়েছে৷ ত্রিপুরা স্টেট বিজেপি ল অ্যান্ড লিগ্যাল অফিসার্স ডিপার্টমেন্ট ও সেফ কনস্ট্রিটিউশন ফোরামের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দিতা হচ্ছে৷ শেষ দিনে বিজেপি প্যানেলের ১৩ জন প্রার্থী ১১টি পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছে৷ বিজেপি লিগ্যাল সেলের সমর্থনে বলা হয়েছে মনোনয়ন পত্র পরীক্ষার পর দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন৷ সেভ কনস্ট্রিটিউশন ফোরামের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন আইনজীবী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি পিযূষ কান্তি বিশ্বাস৷ তিনি বলেন, সংবিধান রক্ষার জন্য যারা লড়াই করবে তাদেরকেই ভোট দিতে হবে৷ আইনজীবীদের স্বার্থ সুরক্ষায় সেভ কন্ট্রিটিউশন ফোরাম কাজ করবে৷


সরকারী আইনজীবীদের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দিতা না করার আহ্বান জানিয়েছেন তিনি৷ তারা আইনজীবীদের স্বার্থ সুরক্ষার কথা বলতে পারবেন না বলে উল্লেখ করেন তিনি৷ কেননা, আইনজীবীদের স্বার্থ সুরক্ষার জন্য অনেক সময় সরকারের বিরুদ্ধেও কথা বলতে হয়৷ সরকারী আইনজীবীদের পক্ষে তা কোনভাবেই সম্ভব হবে না৷ ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে কর্মরত আইনজীবীদের মধ্যে রাজনীতির পারদ বর্তমানে তুঙ্গে উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *