রাজ্যের পৃথক স্থানে অভিযান চালিয়ে বিস্তর নেশা সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ নেশা সামগ্রী আটক এবং পাচার বাণিজ্যের বিরুদ্ধে বিএসএফ-এর ধারাবাহিক অভিযান জারি রয়েছে ত্রিপুরায়৷ এতে আজ ফের সাফল্য পেয়েছে সীমান্ত রক্ষী বাহিনী৷ সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ৬,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ৷ এগুলো বাজারমূল্য ৩০ লক্ষাধিক টাকা৷ এছাড়াও তিন লক্ষাধিক টাকা মূল্যের অন্যান্য পাচার সামগ্রী উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী৷


বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক অরুণ কুমার ভার্মা জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা জেলার পশ্চিম আগরতলা থানার অধীন লংকামুড়া সীমান্ত এলাকায় পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা৷ পাচারকারীরা কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ওপারে প্লাস্টিকের প্যাকেট ছুঁড়ছিল৷ ওই সময় বিএসএফ জওয়ানরা তাদের ধাওয়া করলে পাচারকারীরা সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়৷ অরুণ ভার্মা বলেন, বিএসএফ জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেছেন৷ এতে প্রায় ৩০ লক্ষ টাকার ৬,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো আগরতলার একসাইজ দফতরে জমা দেওয়া হয়েছে৷
এদিকে, সীমান্ত এলাকায় নিষিদ্ধ অন্য নেশাসামগ্রীও উদ্ধার করেছে বিএসএফ৷

প্রায় ৩ লক্ষ ৬ হাজার ৯৬৮ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী বিএসএফ সীমান্ত এলাকা দিয়ে পাচার হওয়ার সময় উদ্ধার করেছে, জানিয়েছেন অরুণ ভার্মা৷রাজধানী আগরতলা শহর এলাকার এমবিবি ক্লাবের গলিতে অভিযান চালিয়ে পুলিশ মজুত নেশা জাতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে৷ এমবিবি ক্লাবের গলিতে জয় সাহার বাড়িতে ফেন্সিডিল মজুত রয়েছে বলে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ ও মহারাজগঞ্জ বাজার আউটপোস্টের পুলিশ জয় সাহার বাড়িতে যৌথ অভিযান চালায়৷ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে৷ বাড়ির মালিক জয় সাহাকেও গ্রেপ্তার করা হয়েছে৷ রান্নাঘরে ওইসব ফেন্সিডিলের বোতল লুকিয়ে রাখা হয়েছিল৷ পুলিশ জানিয়েছে এ ব্যাপারে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে৷


উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার বড়হলদী নাকা গেইট থেকে গোপন খবরের ভিত্তিতে পুলিশি তৎপরতায় নেশা সামগ্রী গাঁজা উদ্ধার করে বড় সড় সাফল্য পায় কাঞ্চনপুর মহকুমার এস ডি পি ও বিক্রমজীৎ শুক্লা দাস৷
এ বিষয়ে এস ডি পি ও বিক্রমজীত শুক্লা দাস জানান জিরানিয়া থেকে যাত্রী গাড়ি করে এক ব্যক্তি গাঁজা নিয়ে কাঞ্চনপুরে আসছেন৷
এই খবরের ভিত্তিতে বড়হলদী নাকা গেইট থেকে গাড়ি তল্লাশি চালিয়ে উদয়রাম রিয়াং নামে এক ব্যক্তির কাছে থেকে ৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেন৷ পরে উদয়রাম রিয়াংকে গাঁজা সহ গ্রেপ্তার করে কাঞ্চনপুর মহকুমা থানায় নিয়ে আসেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *