ঘরের দাবীতে গন্ডাছড়ায় পথ অবরোধ গিরিবাসীদের

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৫ ফেব্রুয়ারি৷৷ ঘরের দাবিতে রাস্তা অবরোধ৷ ঘটনাটি ঘটে মঙ্গলবার গন্ডাছড়া-রইস্যাবাড়ি রাস্তার রানিপুকুর এলাকায়৷ এই দিন সকাল সাতটা থেকে গন্ডাছড়া মহকুমার ঠাকুরাছড়া,তুইচাকমা, নারিকেলকুঞ্জ এডিসি ভিলেজের একটা অংশের মানুষ ঘরের দাবিতে পথ অবরোধে বসে৷


তাদের বক্তব্য ফিসারি দপ্তর থেকে মৎস্যজীবী পরিবারের মধ্যে যে ঘর দেওয়া হচ্ছে তার নিরিখেই উক্ত তিনটি ভিলেজ কমিটি থেকে দুই জন করে মোট ছয় জনের নামের তালিকা পাঠানো হয়৷ কিন্তু দেখাগেছে ভিলেজ কমিটি যে ছয় জনের নামের তালিকা পাঠিয়েছিল তাদের নামে কোন টেন্ডার বের হয় নি৷ শরিকি দ্বন্দ্বের ফলে অন্য ছয় জনের নামে ঘর বের হয়৷ আর তারেই প্রতিবাদে এলাকাবাসীরা পথ অবরোধ সংঘটিত করে৷ রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গন্ডাছড়া মহকুমা শাসক অফিসের ডিসিএম,গন্ডাছড়া ফিসারি দপ্তরের সুপারেন্টেন সহ বিশাল পুলিশ বাহিনী৷ আধিকারিকরা প্রথমে অবরোধকারিদের পথ অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান এবং বলেন রাস্তা অবরোধ করে সমস্যার সমাধান করা যাবে না৷


আলোচনার টেবিলে বসেই সমস্যার সমাধান করা যাবে৷ অবশেষে আধিকারিকদের কথা মেনে সকাল এগারটা নাগাদ এলাকাবাসীরা রাস্তা অবরোধ তুলে নেয় এবং পরে নিকটবর্তী একটি অঙ্গনওয়াড়ী সেন্টারে আধিকারিকদের সাথে অবরোধকারীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ সেখানে ফিসারি দপ্তর থেকে এলাকাবাসীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় বেনিফিসারি নামের তালিকা দপ্তর থেকে নির্বাচন করা হয় না৷ বিএসি চেয়ারম্যানের এফ্রোবেল মূলেই ঘর দেওয়া হচ্ছে৷ এর বাইরে দপ্তরের কোন কিছুই করার নাই৷ ভিলেজ কমিটি যে ছয় জনের নামের তালিকা পাঠিয়েছিল তাতে বিএসি চেয়ারম্যানের এফ্রোবেল ছিল না৷


তারপরও যেহেতু এই ছয় জনও অত্যন্ত গরিব জেলে পরিবার তাই তাদের নামের তালিকাও দপ্তরের ডাইরেক্টর অফিসে পাঠানো হবে যাতে করে তাদের ঘরের ব্যবস্থা করা হয়৷ এই ক্ষেত্রে দপ্তরের আধিকারিকরাও কার্যকারী ভুমিকা নেবেন বলে আশ্বাস দিলে এলাকাবাসীদের মধ্যে স্বস্তির ভাব ফিরে আসে৷ এই দিকে পথ অবরোধের ফলে রাস্তার দুই দিকে অসংখ্য যানবাহন আটকিয়ে পড়ে এবং যাত্রী দুভর্োগ চরম আকার ধারন করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *