রঞ্জি সেমিফাইনালে খেলবেন লোকেশ রাহুল, বাংলার বিরুদ্ধে শক্তি বাড়ল কর্নাটকের

বেঙ্গালুরু, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): রঞ্জি ট্রফির সেমিফাইনালে শক্তি বাড়ল কর্নাটকের | ২৯ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে বাংলার বিরুদ্ধে শেষ চারের ওই ম্যাচে জাতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুলকে পাচ্ছে কর্নাটক ।

সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে রাহুল করেন ২২৪ রান। ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচ থেকে রাহুলের সংগ্রহ ২০৪ রান। শেষ চারে তিনি যে বাংলার বোলারদের পরীক্ষা নেবেন তা বলাই বাহুল্য।

শেষ চারের জন্য কর্নাটকের ঘোষিত দলের শক্তিশালী বোলিং বিভাগে আছেন নাইট পেসার প্রসিদ্ধ কৃষ্ণ, অভিমন্যু মিঠুন, রণিত মোরে। স্পিন বিভাগ সামলাবেন কৃষ্ণাপ্পা গৌতম, জগদীশ সুচিতের মত তারকারা।  সেইসঙ্গে  লোকেশ রাহুল, মনীশ পাণ্ডে, করুণ নায়ারের উপস্থিতি কর্নাটকের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করেছে।

শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে বাংলা শিবিরও আত্মবিশ্বাসী। ইডেনের শেষ চারের লড়াইকে ফাইনাল বলে মনে করছেন বাংলার ক্রিকেটাররা। সব মিলিয়ে দারুণ একটা সেমিফাইনাল দেখার অপেক্ষায় দেশের ক্রিকেটমহল।

কর্নাটক স্কোয়াড— করুণ নায়ার, আর সমর্থ, দেবদূত পাড়িক্কাল, মনীশ পাণ্ডে, লোকেশ রাহুল, শরৎ শ্রীনিবাস, শ্রেয়াস গোপাল, কে গৌতম, এ মিঠুন, কেভি সিদ্ধার্থ, প্রসিদ্ধ কৃষ্ণ, জে সুচিথ, প্রতীক জৈন, রণিত মোরে, বিআর শরৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *