নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল বিশ্ব মুন্ডা নামে ৩৫ বছর বয়সের এক শ্রমিকের৷ ঘটনা মোহনপুর মোহীনিপুর গ্রামে৷ বিশ্ব মুন্ডা পেশায় দিন মজুর হেজামারার বাসিন্দা৷ প্রতিদিনকার মত রবিবার সকালেও কাজের সন্ধানে বের হয়ে মোহিনীপুরের বাসিন্দা নান্টু দেবের বাড়িতে গাছের ডাল কাটার কাজ করছিল৷
ডালা কাটতে গিয়ে ডাল ভেঙে হঠাৎ মাটিতে পড়ে যায় সে৷ বাড়ির মালিক সহ অন্যান্যরা শ্রমিক বিশ্ব মুন্ডাকে আহত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে আসে মোহনপুর হাসপাতালে৷ চিকিৎসা চলাকালীন অবস্থায় অবশেষে মৃত্যু হয় বিশ্ব মুন্ডার৷ পুলিশে খবর দেওয়া হলে মোহনপুর হাসপাতালে আসেন সিধাই থানার পুলিশ৷ পুলিশের উপস্থিতিতে মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷

